Friday, July 4, 2025
HomeদেশNarendra Modi-5G: আজ বহু প্রতীক্ষিত ৫জি-র উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে

Narendra Modi-5G: আজ বহু প্রতীক্ষিত ৫জি-র উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পুজোর আগেই চালু হতে চলেছে ৫জি পরিষেবা (5G Service)। শনিবার, ১ অক্টোবর দেশে ৫জি পরিষেবার উদ্বোধন করতে চলেচেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রথম ধাপে কলকাতা সহ ভারতের ১৩টি শহরে মিলবে এই হাই স্পিড ৫জি ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি ষষ্ঠ ভারতীয় মোবাইল কংগ্রেস ২০২২-এর উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। আগামী ১ থেকে ৪ অক্টোবর আয়োজিত হবে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (Indian Mobile Congress)। 

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (Indian Mobile Congress)-এর অনুষ্ঠানে দ্রুত গতির ৫জি ইন্টারনেট পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে এশিয়ার বৃহত্তম প্রযুক্তি প্রদর্শনী। সেক্ষেত্রে ভারতের ডিজিটাল সংযোগকে নতুন দিশা পারে ৫জি পরিষেবা।

কয়েকদিন আগে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ভারত অক্টোবরের মধ্যে ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং এই পরিষেবা চালু হওয়ার পর ধীরে ধীরে তা দেশের বিভিন্ন শহরে চালু করা হবে। সেইমতো শনিবার চালু হতে চলেছে এইন পরিষেবা।

আরও পড়ুন:Dipankar Das: বাবা-মায়ের খুনের বদলা, তরুণ দীপঙ্কর আদালতের দরজা থেকে এজলাসে

টেলিকম বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ৫জি পরিষেবা ভারতের পক্ষে যথেষ্ট লাভজনক হিসাবে প্রমাণিত হবে। তাঁদের মতে, আগামী ২০২৩ থেকে ২০৪০-এর মধ্যে ভারতের অর্থনীতিতে শুধুমাত্র ৫জি পরিষেবা বাবদ প্রায় ৫০ কোটি ডলার বেশি আসবে।
জিএসএমএ রিপোর্টে, ২০৩০-এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি ৫জি সংযোগ দেশে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কম হয়ে যাবে ২জি এবং ৩জি পরিষেবা।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39