দিল্লি: স্কুল ব়্যাঙ্কিংয়ে সারা দেশে ষষ্ঠ স্থানে উঠে এল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। গত বছর ওই ব়্যাঙ্কিংয়ে ত্রয়োদশ স্থানে ছিল কলকাতার ওই স্কুল। কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে বুধবার নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে। ‘স্কুল রাঙ্কিং ফর ইয়ার ২০২২-২০২৩ : স্টেট গভর্নমেন্ট’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, যাদবপুর বিদ্যাপীঠ ১০০৭ স্কোর করে ওই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। তবে ওই রিপোর্টে কলকাতার আর কোনও স্কুল সামনের সারিতে নেই।
প্রথম স্থান অবশ্য ধরে রেখেছে দিল্লি। দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে। ওই স্কুলের মোট স্কোর ১০৪৮। গত বছরও ওই স্কুল প্রথম স্থানে ছিল। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই রিপোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আমলে শিক্ষার বিকাশ নিয়ে চর্চাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। ওই স্কুলের স্কোর ১০৪৫। তৃতীয় স্থানে রয়েছে কেরলের কোজিকোড়ের জিভিএইচএসএস ফর গার্লস নাদাক্কাভু। ওই স্কুলের স্কোর ১০৪৩। চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের ওরলি সিফেস মুম্বই পাবলিক ইংলিশ স্কুল। ওই স্কুলের স্কোর ১০২৯। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার গঞ্জামের ওদিশা আদর্শ বিদ্যালয়। ওই স্কুলের স্কোর ১০১১।
সাধারণত, ব়্যাঙ্কিংয়ের ক্ষেত্রে স্কুলে শিক্ষার মান, পরিবেশ সহ বিভিন্ন বিষয় বিচার করা হয়। শিক্ষক, গবেষক, অভিভাবক, ছাত্র ছাত্রী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই ধরনের ব়্যাঙ্কিং ঠিক করা হয়।