অল্প হলেও বাতাসে দূষণের মাত্রা কমে যাওয়ায় রাজধানী দিল্লিতে প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে স্কুল খোলার অনুমোদন দেওয়া হলেও কোনওরকম শিক্ষামূলক ভ্রমণ বা বাইরে খেলাধূলা সংক্রান্ত বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়নি প্রশাসনের তরফে। সোজা কথায় ক্লাসরুমে পড়াশোনা ছাড়া আর কোনও বিষয়ে অনুমতি এখনই দেওয়া হচ্ছে না। একইসঙ্গে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকছে। সোমবার জরুরি বৈঠকে বিস্তরিত আলোচনার পর একথা জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে সোমবার দূষণের সূচক ছিল ৩৩১ পয়েন্ট। যা এখনও যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন পরিবেশবিদরা। দিল্লি এনসিআর-এর দূষণের মাত্রা গত বেশ কয়েক বছর ধরে উদ্বেগজনক আকার নেওয়ায় ২০১৬ সালে কেন্দ্র-রাজ্য আলোচনার ভিত্তিতে প্রশাসনিক স্তরে একটি আপৎকালীন পরিকল্পনার নীল নকশা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনাটি গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। আপাতত দিল্লিতে যে কোনও পরিবেশ সংক্রান্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় ওই পরিকল্পনার ভিত্তিতে।
দীপাবলির পর রাজধানীর দূষনের মাত্রা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান অনুযায়ী একেবারে অতি বিপজ্জনক স্তরে পৌঁছে যাওয়ায় প্রামিকে স্কুল বন্ধ সহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। তার মধ্যে শহরে ট্রাক বা পন্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞাও আছে। কিন্তু রবিবার থেকে পরিবেশে দূষণের মাত্রা সামান্য কমে আসায় সিদ্ধান্ত হয় অতি বিপজ্জনক স্তরে বা স্টেজ ফোর পর্যায়ের নিষেধাজ্ঞা আপাতত প্রত্যাহর করা হচ্ছে। অবশ্য ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও গোটা পরিস্থিতির উপর রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও নিজেদের নজরদারি চালিয়ে যাচ্ছে। কারণ পরিবেশবিদদের অনুমান শীতকালীন দূষণের মাত্রা আরও বেড়ে ঠাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।