এই নভেম্বরেই মুক্তি পাচ্ছে রঞ্জন ঘোষ পরিচালিত নতুন বাংলা ছবি মহিষাসুর মর্দ্দিনী। মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত,শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান আমি মহিষাসুর মর্দ্দিনী।বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো পুজো মিটে গিয়েছে প্রায় একমাস হয়ে গেল।বিজয়া পর্বও শেষ হয়েছে বেশ কিছুদিন হল।তবে এবার বড়পর্দায় অকালবোধন।মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি মহিষাসুর মর্দ্দিনী।এ এক অকালবোধনের গল্প।আখ্যান নারীজাগরনের।ধর্ম,রাজনীতি থেকে সমকালীন সমাজ সবকিছুই মহিষাসুর মর্দ্দিনী-র গল্পে তুলে ধরেছেন পরিচালক রঞ্জন ঘোষ।
আরও পড়ুন – Toke Chhara Banchbo Na-New Song : ‘ভুলে যাব কি করে’
অনেকদিন পর ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।পাশাপাশি দেখা যাবে সাহেব ভট্টাচার্য,পৌলমী দাস,শ্রীতমা দে,অরুণিমা হালদার ছাড়াও টলিপাড়ার একঝাঁক নতুন মুখকে।ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে মহিষাসুর মর্দ্দিনী-র ট্রেলার।নভেম্বরেই বড়পর্দায় ছবি মুক্তি পাওয়ার কথা।চলতি মাসে মুক্তিপ্রাপ্ত একঝাঁক বাংলা ছবির মধ্যে মহিষাসুর মর্দ্দিনী যে অন্যতম হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।’আমি মহিষাসুর মর্দ্দিনী’ গানটি গেয়েছেন মাধুরী দে,এবং সুর করেছেন অভিজিৎ কুণ্ডু।
আরও পড়ুন – Pathaan-Tiger 3-Shahrukh-Salman : ‘টাইগার ৩’-র শ্যুটিং শেষ করতে চান ‘পাঠান’ শাহরুখ,কিন্তু কবে?