বলিউডে একেবারে অন্য ঘরানার জনপ্রিয় অভিনেতা নানা পাটেকারের(Nana Patekar) বিরুদ্ধে একসময় যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল(MeToo movement)। সেই অভিযোগ খন্ডন করেছেন বর্ষিয়ান বলিউড অভিনেতা। বহু বছর পর তিনি আবার পর্দায় ফিরছেন ‘ওয়েলকাম’ অভিনেতা। তবে বড়পর্দায় নয়, এবার তিনি ডেবিউ করতে চলেছেন ডিজিটাল মাধ্যমে(Web Series)। পরিচালক প্রকাশ ঝা-র(Prakash Jha) ‘লালবাট্টি'(Laal Batti) সিরিজে দেখা যাবে নানাকে।
সামাজিক-রাজনৈতিক পটভূমিকায় তৈরি হবে ‘লালবাট্টি’। বিতর্কিত নানা বলিউডে অভিনয়ের পাশাপাশি সোজাসাপ্টা কথা বলার জন্য যথেষ্ট জনপ্রিয়।বলিউড হোক কিংবা সংসদীয় রাজনীতি, নানা সর্বদাই সোচ্চার। প্রকাশ ঝা-র ‘রাজনীতি'(Rajneeti) ছবিতেও রনবীর কাপুর(Ranbir Kapoor) ও ক্যাটরিনা কাইফের(Katrina Kaif) সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। নানা পাটেকার যে ‘লাল বাট্টি’ সিরিজে কাজ করবেন তা তিনি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন। এই সিরিজে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মেঘনা মালিককে। ছোটপর্যায়ে মেঘনা যথেষ্ট পরিচিত মুখ।
আরো পড়ুন: Priyanka Chopra UNICEF: নবাবের শহরে ‘দেশি গার্ল’, প্রতিবাদ উত্তরপ্রদেশে
প্রসঙ্গত, অভিনেত্রী তনুশ্রী দত্ত নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তারপর থেকে নানা বেশ কয়েক বছর অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছিলেন। ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবি সেটে নানা পাটেকার কিভাবে তনুশ্রীকে হেনস্হা করেছিলেন তা নিয়েই সোচ্চার হয়েছিলেন নায়িকা। এরপর ২০২২ সালে ফের তনুশ্রী নানান বিরুদ্ধে অভিযোগ সামনে আনেন। তবে তনুশ্রীর আনা যৌন হেনস্থা যাবতীয় অভিযোগ খুব স্বাভাবিকভাবেই নস্যাৎ করেছিলেন নানা পাটেকার। ২০২০ সালে ‘ইটস মাই লাইফ’ ছবিতে একজন ব্যবসায়ী চরিত্রে শেষ দেখা গিয়েছিল নানাকে। এবার ওয়েব সিরিজের মাধ্যমে আবার তিনি কাজে ফিরছেন।