ব্রাজিল: নির্বাচনে হেরে যাওয়ার পর সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ব্রাজিলের (Brazil) প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারো (Jair Bolsonaro) এবং তাঁর দল। সে দেশের ইলেক্টোরাল আদালত (Electoral Court) সটান খারিজ করে দিল সেই চ্যালেঞ্জ। সামান্য ভোটের ব্যবধানে হেরেছিলেন বলসোনারো (Bolsonaro)। সে হার কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। ফলাফলের দিনই সন্দেহ প্রকাশ করেছিলেন।
মঙ্গলবার বলসোনারোর লিবেরাল পার্টি (Liberal Party) নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে একটি অভিযোগ দায়ের করে। তাদের দাবি ছিল, কিছু কিছু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (EVM) ত্রুটি রয়েছে, তাই সেই ভোটগুলো বাতিল করা হোক। বলসোনারোর দলের এই দাবি প্রথমেই সন্দেহের চোখে গণ্য করেছিলেন নির্বাচনী আধিকারিকরা। এই অভিযোগের চেষ্টা খুবই কাঁচা কাজ বলে মনে করেন তাঁরা। তবে এই অভিযোগের দরুন লিবেরাল পার্টির সমর্থকরা খেপে উঠতেই পারে। ফলাফল প্রকাশের পরেও তাঁরা প্রতিবাদ করেছিলেন।
আরও পড়ুন: Indian Rail: হয় কাজ করুন, না হলে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিন, কড়া বার্তা ভারতীয় রেলের
যাই হোক, বলসোনারোর পার্টির অভিযোগ বুধবার খারিজ করে দেন ইলেক্টোরাল আদালতের প্রধান আলেকজান্দ্রে দে মোরায়েস (Alexandre De Moraes)। আদালতের তরফে এও বলা হয়েছে, এই ধরনের চ্যালেঞ্জ গণতন্ত্রের আঘাত করে। এর ফলে অপরাধমূলক এবং গণতন্ত্র-বিরোধী কার্যকলাপ বাড়তে পারে। বলসোনারোর দলের সহযোগী দলগুলোকে ৪২.৭ লক্ষ ডলার জরিমানা করেছে ইলেক্টোরাল আদালত। এই মামলা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, এই কারণ দেখিয়েই এই জরিমানা। প্রসঙ্গত, ৩০ অক্টোবর বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে বসেন লুলা দ্য সিলভা (Lula Da Silva)। অবশ্য মাত্র দুই শতাংশ পয়েন্টের ব্যবধানে নির্বাচন জিতেছিলেন তিনি।