কলকাতা: রাস্তায়, বাসে, ট্রামে আকছার শোনা যায় বেসরকারি ক্ষেত্রে কাজে নিয়মানুবর্তিতার সঙ্গে সরকারি চাকরির তুলনার কথা। বেসরকারি ক্ষেত্রে কাজ না পারলে চাকরি থাকে না। সরকারি চাকরি করলে নিশ্চিন্ত জীবন। কিন্তু, সেই ধারণায় বদল আনতে বাধ্য হবেন যাঁরা এরকম বলেন। ভারতীয় রেল এক্ষেত্রে পথের দিশারী বলা যেতে পারে। ভারতীয় রেলে চাকরি করতে হলে কাজ করতে হবে। তা না হলে চাকরি থাকবে না। বসে বসে বেতন নেওয়ার দিন শেষ। গত ১৬ মাসে ভারতীয় রেল (Indian Rail) প্রতি তিন দিনে একজনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সময়ে ১৩৯ জনকে স্বেচ্ছাবসর নিতে বলা হয়েছে। তাছাড়া ৩৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই হিসেব ২০২১ সালের জুলাই মাস থেকে।
রেল সূত্রে জানা গিয়েছে, গত বুধবারই দুজন সিনিয়র গ্রেড অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন হায়দরাবাদে ৫ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিল। আরেকজন রাঁচিতে ৩ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে। রেলের এক আধিকারিক এই খবর জানিয়েছেন।
আরও পড়ুন: Elon Musk: দৈনিক দু’হাজার কোটি টাকারও বেশি ক্ষতির মুখে এলন মাস্ক
ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড পার্সোনাল সার্ভিসেস রুলস অনুয়ায়ী, বেনিয়ম করলে তিন মাসের নোটিস দেওয়া হয়।কিংবা তিন মাসের বেতন দিয়ে দেওয়া হয়। অশ্বিনী বৈষ্ণব রেল মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার পরে তিনি বার্তা দিয়েছেন, হয় কাজ করুন। না হলে স্বেচ্ছাবসর নিয়ে বাড়িতে বসে থাকুন। ইলেক্ট্রিক্যাল, সিগন্যালিং, মেডিক্যাল, সিভিল সার্ভিস, ট্রাফিক, মেকানিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছেন এই তালিকায়।
এই স্বেচ্ছাবসরের নিয়মে চাকরি বাকি থাকা প্রতি বছরের দুমাসের বেতন কর্মচারীকে দিয়ে দেওয়া হয়। অবশ্য প্রোমোশন না দেওয়ায়, ছুটি না পাওয়ায় বেশ কয়েকজন নিজেরাই স্বেচ্ছাবসর নিয়েছেন।