বেলিয়াতোড়: নিখোঁজ (Missing) যুবকের (Youth) মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার মারখা গ্রামে। মৃতের প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। শনিবার ওই ঘটনায় এলাকাবাসী বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কও অবরোধ করে। পরিস্থিতি (Situation) নিয়ন্ত্রণে (Control) আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবক। এদিন তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় সকাল থেকে উত্তেজনা ছড়ায় মারখা গ্রামে। উত্তেজনার পারদ আছড়ে পড়ে মৃত যুবকের প্রেমিকার বাড়িতে। তাঁদের অভিযোগ, যুবকের মৃত্যুর পিছনে যোগ রয়েছে প্রেমিকার পরিবারের। অভিযোগ, উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালাল প্রেমিকার বাড়িতে৷
আরও পড়ুন: Jalpaiguri Stabbing: ছুরি দিয়ে একের পর এক হামলা বানরহাটে, আহত ৮ এলাকায় চাঞ্চল্য
প্রেমিকার পরিবারকে শাস্তি (Punishment) দিতে হবে এই দাবিতে বিক্ষোভ (Agitation) দেখায় তাঁরা। ঘটনায় স্থানীয়রা অবশ্য পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।