Placeholder canvas

Placeholder canvas
HomeদেশGujarat Assembly Vote 2022: মোদি-শাহের বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের নালিশ জানাতে পারে কংগ্রেস

Gujarat Assembly Vote 2022: মোদি-শাহের বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের নালিশ জানাতে পারে কংগ্রেস

Follow Us :

আমেদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারে কংগ্রেস। দ্বিতীয় দফা তথা শেষদিনে ভোটদানের সময় রোড শোয়ের মতো জনতার দিকে হাত নেড়ে হেঁটে যাওয়ার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, এভাবে রোড শো নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাচন কমিশনের। কংগ্রেস মুখপাত্র পবন খেরা সোমবার বলেন, ভোট চলাকালীন বিজেপি প্রচার চালিয়েছে। অমিত শাহকে গুজরাতের এক এমপির সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে। ওই এমপি তখনও প্রচারের জন্য স্লোগান দিয়ে যাচ্ছিলেন।

শুধু তাই নয় দেশের প্রধানমন্ত্রী ভোটকেন্দ্রে যাওয়ার পথে প্রায় আড়াই ঘণ্টা রোড শো করেন বলে অভিযোগ কংগ্রেসের। খেরা বলেন, আমার এর বিরুদ্ধে কমিশনে যাব। প্রসঙ্গত, সোমবার সকালেই গান্ধীনগর রাজভবন থেকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বেরিয়ে পৌঁছে যান ভোটগ্রহণ কেন্দ্রে। প্রায় রোড শোয়ের কায়দায় জনতার দিকে হাত নাড়তে নাড়তে নিশান সরকারি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। চারপাশে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা। ভোট দেওয়ার সময়ও প্রচারের সিকিভাগ সুযোগও হাতছাড়া করতে নারাজ তিনি। অন্যদিকে, শিলাজ অনুপম বিদ্যালয়ে সকাল সকাল ভোট দেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

আরও পড়ুন: Taj Mahal: তাজমহলের বয়স কত, প্রকৃত ইতিহাস কী? আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উদ্দীপনার সঙ্গে গুজরাত, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে ভোট হয়েছে। তার জন্য আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে অবাধ ও সুষ্ঠু ভোটপর্বের জন্য নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।

এই পর্বে উত্তর ও মধ্য গুজরাতের ১৪টি জেলার ৯৩টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ মোট ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। রবিবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেদাবাদে এসে পৌঁছেছেন। সোমবার রনিপ এলাকার একটি হাইস্কুলে গিয়ে তিনি ভোট দেন। গুজরাতের আরেক ভূমিপুত্র অমিত শাহ (Amit Shah) নারানপুরা এলাকার পুরসভার উপ আঞ্চলিক অফিসের ভোটগ্রহণ কেন্দ্রে মতদান করেন। তাঁর সঙ্গে ছিলেন পুত্র বিসিসিআইয়ের সচিব জয় শাহ। 

RELATED ARTICLES

Most Popular