Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBirbhum TMC: ক্ষোভ-অভিমানে দল ছাড়লেন কেষ্ট ঘনিষ্ঠ বীরভূমের জেলা পরিষদের সদস্য

Birbhum TMC: ক্ষোভ-অভিমানে দল ছাড়লেন কেষ্ট ঘনিষ্ঠ বীরভূমের জেলা পরিষদের সদস্য

Follow Us :

বীরভূম: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বীরভূম জেলার সহ সভাপতি এবং বীরভূম জেলা পরিষদের সদস্য বিল্পব ওঝা। অভিমান এবং ক্ষোভের কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত বিপ্লবের। বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। প্রায় এক বছরের বেশি সময় হয়েছে দলীয় নেতৃত্ব তাঁর খোঁজ রাখে না। মঙ্গলবার দলের বিরুদ্ধে নিজের অভিমানের কথা উগরে দেন বিপ্লব।

তাঁর অভিযোগ, দল তাঁকে কোনও কর্মসূচিতে ডাকে না। দল তাঁকে বাতিলের খাতায় কেন রেখেছে তা তাঁর জানা নেই। এইভাবে বেশি দিন দল করা যায় না বলে জানান তিনি। তাই তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েচেন বলে জানান। 

বিপ্লব জানান, বড়দিনের শুভেচ্ছা জানায়ে এই সিদ্ধান্ত আমার নিতে হচ্ছে। যা আমার কাছে ভীষণ দুঃখের। আমি ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম। তবে আমি দল ছাড়ছি। এর পিছনে অনেক কারণ আছে।

আরও পড়ুন:MGNREGA Attendance: ১০০ দিনের কাজে এবার ডিজিটাল হাজিরা

আগামী বছরই পঞ্চায়েত ভোট। গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সবাপতি অনুব্রত মণ্ডল। জেলে থেকেও নেতাকর্মীদের একতার বার্তা দিযেছেন অনুব্রত। এর মাঝেই আচমকাই বিপ্লবের দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত শাসকদলকে অনেকটাই চাপে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ২০০৯ সালে তৃণমূলে যোগ দেন বিপ্লব। নলহাটি পুরসভার চেয়ারম্যান ছিলেন বিপ্লব। তাঁর দলবদলের পরই নলহাটি পুরসভা কংগ্রেস থেকে তৃণমূলের হাতে চলে যায়। এমনকী ২০১৩ সালে নলহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বিপ্লব। পরবর্তীকালে তাঁকে জেলা সহ-সভাপতি করা হয়। 

RELATED ARTICLES

Most Popular