Sunday, June 29, 2025
HomeদেশUnion Budget 2023 : মধ্যবিত্তের আশাপূরণের বাজেট করতে মোদি সরকারকে সুপারিশ সঙ্ঘের

Union Budget 2023 : মধ্যবিত্তের আশাপূরণের বাজেট করতে মোদি সরকারকে সুপারিশ সঙ্ঘের

Follow Us :

নয়াদিল্লি: ২০২৪ সালে নরেন্দ্র মোদির (Narendra Modi) অগ্নিপরীক্ষা। তার আগে এ বছরই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচন (Assembly Election)। ভোটমুখী ভারতে তাই আগামী বাজেটকে (Budget 2023) মধ্যবিত্তদের (Middle Class) আশা-আকাঙ্ক্ষা ও চাহিদার কথা মাথায় রেখে করতে হবে। বিজেপির (BJP) ‘মস্তিষ্ক’ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS) সাফ একথা জানিয়ে দিল। বিজেপি নেতৃত্ব এবং খোদ প্রধানমন্ত্রী মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আরএসএসের তরফে বলে দেওয়া হয়েছে, বাজেট এবং সরকারি নীতি প্রণয়ন যেন পুরোপুরি মধ্যবিত্তদের দিকে তাকিয়ে করা হয়।

আরএসএস সারা বছর দেশের সাধারণ মানুষের মধ্যে মিশে কাজ করে। তাই প্রত্যন্ত মানুষের মনের ভাষা পড়ে বিজেপি নেতৃত্বকে এই সাবধানবাণী শুনিয়েছেন সঙ্ঘ নেতারা। সঙ্ঘনেতারা বিজেপি নেতৃত্বকে এও জানিয়েছেন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিজেপি সরকারের উপর মানুষের ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে অন্যতম হল, মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি, বেরোজগারি এবং আরও অনেক কিছু। এসব নিয়ে দেশের মধ্যবিত্ত মানুষের অসন্তোষ বাড়ছে।

দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরএসএসের এক নেতা বলেছেন, সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে কিছুদিন আগে এসব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে সম্প্রতি দেশের দারিদ্র নিয়ে উদ্বেগ করেছিলেন। তিনি বেকারি নিয়েও তাঁর অসন্তোষ প্রকাশ করেন। হোসাবলের উদ্বেগের কথা শুনে বিজেপির অন্দরে অনেকেরই ভ্রূ কুঁচকে গিয়েছিল।

আরএসএসের এক নেতা বলেন, বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বাজেট যেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে করা হয়। উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হবে লোকসভায়। চলতি এনডিএ সরকারের এটাই হবে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ। সঙ্ঘের ওই নেতা আরও বলেন, তাঁদের কাছে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যাদীর্ণ জীবনযাত্রার অনেক অভাব-অভিযোগ বিভিন্ন সূত্রে সামনে এসেছে। ফলে, এইসব অভাব-অভিযোগের কথা বিজেপি নেতৃত্বের কাছেও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, পরবর্তী নির্বাচনগুলির আগে সাধারণ মানুষের এইসব ক্ষোভ-বিক্ষোভ প্রশমিত করতে হবে। তাঁদের আশাপূরণে কাজ করতে হবে।

সঙ্ঘের মতে, নোটবন্দি থেকে করোনা পরিস্থিতি পর্যন্ত মধ্যবিত্ত মানুষকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সে কারণে বিজেপি এবং চলতি সরকারের কাছে তাদের অনেক আশা রয়েছে। যেমন পুরনো পেনশন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমর্থনের পাল্লা ভারী হচ্ছে। একথা জানানো হয়েছে বিজেপি ও সরকারকে। সব মিলিয়ে মধ্যবিত্ত মানুষের সমস্যা এবং পুরনো পেনশন প্রকল্প নিয়েও পুনর্বিবেচনার কথা জানিয়ে দিয়েছে সঙ্ঘ নেতৃত্ব।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
জনতা যা জানতে চায় | মোদির বিদেশ সফরের নির্যাস কী? কী ফল পেল দেশবাসী?
00:00
Video thumbnail
জনতা যা জানতে চায় | ভারতের কার পাশে দাঁড়ান উচিত, ইরান না ইজরায়েল?
00:00
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি, প্রবল নিম্নচাপে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ
00:00
Video thumbnail
জনতা যা জানতে চায় | Anik Chatterjee | ট্রাম্পের খ্যাপাটেপনায় ভারত কী সমস্যায় পড়বে?
01:20:15
Video thumbnail
Kasba Incident | কসবা ল কলেজে পুলিশি বাধার মুখে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
02:34
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | বর্ষার শুরুতেই ভাঙল আলিপুরদুয়ারের জয়গাঁর রাস্তা, আতঙ্কে এলাকাবাসী
02:14
Video thumbnail
Kasba Incident | সাউথ কলকাতা ল' কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
00:24
Video thumbnail
BJP | Kasba Incident | লালবাজারের বাইরে টায়ার জ্বা/লিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ
02:26
Video thumbnail
Eco ইন্ডিয়া | প্লাস্টিকের পুর্নব্যবহারে শৈল্পিক সত্ত্বার পরিচয় দিলেন দিল্লির এক বাসিন্দা,দেখুন
26:00
Video thumbnail
Sukanta Majumdar | কসবা কাণ্ডের প্রতিবাদে ১৪ ঘণ্টা পুলিশি হেফাজতের পর জেলমুক্তি সুকান্ত মজুমদারের
02:26

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39