কিভ: এগারো মাস হতে চলেছে ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান (Russia’s Military Operation) শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ইউক্রেনকে কাবু করতে পারেনি মস্কো (Moscow)। এই আগ্রাসনের ফলে অকল্পনীয় ক্ষতি (Unimaginable Loss) হয়েছে রাশিয়ার। অসংখ্য মানুষ মারা গিয়েছেন, লোকজন ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, পোষ্য প্রাণী (Pets) মারা গিয়েছে এবং বহু পরিকাঠামো ধ্বংস (Infrastructure Destroyed) হয়েছে যুদ্ধের জেরে। ইউক্রেনের ক্ষতি হয়েছে, এটা প্রায় অনেকেই জানেন। কিন্তু জানা যাচ্ছে, ভলদিমির জেলেনেস্কির (Volodymyr Zelenskyy) দেশের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়ে রাশিয়ার অনেক বেশি ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, গত ২৪ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর প্রায় ১,১৭,০০০ সেনা নিহত হয়েছেন যুদ্ধে। আন্তর্জাতিক মহলের বক্তব্য, এই পরিসংখ্যান যদি সত্যি হয়, তাহলে অনেক বড় ক্ষতি হয়েছে রাশিয়ার। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র (USA) যত সংখ্যক সেনা খুইয়েছিল, তার চেয়েও বেশি ক্ষতি হয়ে গিয়েছে রাশিয়ার (Russia)।
আরও পড়ুন: Taliban Cuts Hands Of Four: চুরির অভিযোগে ৪ জনের হাত কেটে নিল তালিবান
ইউক্রেনের সশস্ত্র বাহিনী মঙ্গলবার (১৭ জানুয়ারি) একটি পরিসংখ্যান দিয়েছে। সেখানে বলা হয়েছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত শত্রুপক্ষের ১,১৬,৯৫০ জন সেনা মারা গিয়েছে। যদিও এই পরিসংখ্যানের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভ অনলাইন। রাশিয়ার সামরিক বাহিনীর বিপুল পরিমাণ সৈন্য ক্ষতির পরিসংখ্যানটি ইউক্রেনের বিদেশমন্ত্রকের (Ministry of Foreign Affairs of Ukraine) পক্ষ থেকে টুইট (Tweet) করা হয়েছে। টুইট বার্তায় লেখা হয়েছে – “ইউক্রেনের উপর রাশিয়ার পুরোদমে যুদ্ধাভিযানের ৩২৮ দিন। রাশিয়ার আগ্রাসন তথ্য। ১৭ জানুয়ারি পর্যন্ত রাশিয়ার সশস্ত্র বাহিনীতে (Armed Forces) ক্ষতির পরিমাণ।”
3️⃣2️⃣8️⃣ days of full-scale Russia’s war on #Ukraine.
Information on #Russian invasion.
Losses of #Russia’s armed forces in Ukraine, January 17 pic.twitter.com/j5IfLxLW8r— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) January 17, 2023
সেদেশের বিদেশমন্ত্রকের তথ্য-পরিসংখ্যান বলছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ৩১২১টি ট্যাঙ্ক (Tank), ৪৮৭৭টি গাড়ি ও জ্বালানি ট্যাঙ্ক (Vehicle and Fuel Tank) এবং ২১০৪টি সামরিক হাতিয়ার সরঞ্জাম ব্যবস্থা (Artillery Systems) ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধে (World War I) আমেরিকার ১,১৬,৫১৬ জন সেনা মারা গিয়েছিলেন। এর মধ্যে ৫৩,৪০২ জন সেনা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন শত্রুপক্ষের হাতে এবং যুদ্ধ-ব্যতীত ভিন্ন কারণে (Non-Combative Reason) ৬৩,১১৪ জন সেনা প্রাণ হারিয়েছিলেন। তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে বেশিরভাগই ইউরোপে (Europe) যুদ্ধ করতে গিয়ে ইনফ্লুয়েঞ্জাতে (influenza) মারা গিয়েছিলেন।
১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরিয়ান যুদ্ধে (Korean War) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬,৫১৬ জন সেনা মারা গিয়েছিল এবং ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধে (Vietnam War) আমেরিকার ৫৮,২২০ সেনা প্রাণ হারিয়েছিলেন। ইউক্রেনীয় রিপোর্টে (Ukrainian Report) যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, এবারের যুদ্ধে রুশ সামরিক বাহিনীর হতাহতের সংখ্যা সোভিয়েত ইউনিয়নের ১৯৭৯ সালের আগ্রাসন ও আফগানিস্তান দখল (Invasion and Occupation of Afghanistan), ১৯৯০ ও ২০০০-এর দশকের চেচেন যুদ্ধ (Chechen War) এবং ২০০৮ সালের রাশিয়া-জর্জিয়ার যুদ্ধ (Russo-Georgian War) ও সিরিয়ার গৃহযুদ্ধে (Syrian Civil War) রাশিয়ার যোগদানের ফলে যে ক্ষতি হয়েছিল, তাকে ছাপিয়ে গিয়েছে।