কলকাতা: আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন (Sagardighi By-Election)। কিন্তু ওই দিনই রয়েছে মাধ্যমিকের (Madhyamik Exam 2023) ইতিহাস পরীক্ষা (History Exam)। যা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। পরীক্ষার দিন বদলের বিষয় নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Educcaion) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্ষদ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে, সিদ্ধান্ত নিওয়া হবে। তারপর শীঘ্রই তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবে বলে জিনিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির (Sagardighi) বিধায়ক ছিলেন। বুধবার তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি সাগারদিঘিতেও উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সে কারণে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার দিন বদল করা হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর। গত বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের (Join entrance Exam) জন্য উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদল করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মোট ৩টি পরীক্ষায় দিন বদল করা হয়েছিল।
আরও পড়ুন:Mumbai Accident: মুম্বইয়ে ভোরে সড়ক দুর্ঘটনায় শিশু সহ মৃত ৯
উল্লেখ্য, এ বছর ২৩ ফ্রেরুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ৪ মার্চ। কয়েকদিন আগেই মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যে টেস্ট পেপারকে নিয়েও বিতর্ক হয়েছে। টেস্ট পেপারের প্রশ্নে আজাদ কাশ্মীর বলে উল্লেখ করা হয়। যা নিয়ে বিতর্ক কমম হয়নি। টেস্ট পেপার সংশোধনের দাবি তুলেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শেষ পর্যন্ত বিবৃতি দিয়ে ভুল স্বীকার করে নেয় পর্ষদ। পরে অবশ্য তা সংশোধন করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়।