Placeholder canvas

Placeholder canvas
HomeদেশKarnataka BJP: ভোট প্রতি ৬০০০ টাকা দেবে দল, মন্তব্য কর্নাটকের বিজেপি নেতার!...

Karnataka BJP: ভোট প্রতি ৬০০০ টাকা দেবে দল, মন্তব্য কর্নাটকের বিজেপি নেতার! অস্বীকার করল দল 

Follow Us :

বেঙ্গালুরু: বিতর্কিত মন্তব্য করে দলকে চাপে ফেললেন কর্নাটকের (Karnataka) বিজেপি (BJP) নেতা। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রমেশ জারকিহোলি (Ramesh Jarkiholi) ঘোষণা করেছেন, আগামী মে মাসে হতে চলা বিধানসভা নির্বাচনে (Assembly Elections) প্রত্যেক ভোটের জন্য ৬০০০ টাকা করে দেবে তাঁর দল। কিন্তু একথা অস্বীকার করেছে কর্নাটকের গেরুয়া শিবির (Saffron Party) এবং দ্রুত প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেছে। প্রসঙ্গত, যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ২০২১ সালে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল জারকিহোলিকে। 

বেলাগাভির (Belagavi) সুলেবাভি গ্রামে একটি র‍্যালির আয়োজন করেছিলেন বিজেপি নেতার অনুগামীরা। সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল কংগ্রেস (Congress) বিধায়ক (MLA) লক্ষ্মী হেব্বালকরকে আক্রমণ করা। আক্রমণ করতে গিয়ে জারকিহোলি বলেন, আমি খেয়াল করেছি তিনি তাঁর ভোটারদের উপহার দিচ্ছেন। এখনও পর্যন্ত হয়তো কুকার বা মিক্সারের মতো রান্নাঘরের সামগ্রী দিয়েছেন, যার দাম ১০০০ টাকা। তিনি হয়তো আর এক সেট উপহার দেবেন। এই সব মিলিয়ে খরচ পড়বে বড়জোর ৩০০০ টাকা। আমি বলে রাখছি, যদি আমাদের প্রার্থী ৬০০০ টাকা না দেয় তাহলে তাঁকে ভোট দেবেন না। এর অর্থ পরিষ্কার, বিজেপির প্রার্থী ভোটারদের ৬০০০ টাকা করে দেবেন। 

আরও পড়ুন: Gurmeet Ram Rahim Singh: ফের প্যারোল গুরমিত রামরহিম সিংয়ের 

রাজ্যের সেচমন্ত্রী (Irrigation Minister) গোবিন্দ কাজরোল দলের নেতার এই মন্তব্য পত্রপাঠ খারিজ করেছেন। কাজরোল বলেন, আমাদের দলে এসবের কোনও স্থান নেই। আমাদের দল মতাদর্শের উপর দাঁড়িয়ে, সেই কারণেই দেশের ক্ষমতায় এসেছে, সেই কারণেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার মোদিজি (Narendra Modi) নেতা হয়েছেন। ২০২৩ সালের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে। কাজরোল আরও বলেন, যদি কোনও লোক বিবৃতি দেয় তবে সেটা তাঁর, দলের নয়। 

এ নিয়ে মুখ খুলেছে কংগ্রেসও (Congress)। তাদের বিধায়ক নাগরাজ যাদব বলেন, রমেশ যা বলেছেন তা সংবিধান বিরোধী। আচরণ বিধি এখনও চালু হয়নি, সেটা হলে এবং এ ধরনের মন্তব্য আবার করলে তিনি কিংবা বিজেপির যে কারও উপর নিষেধাজ্ঞা জারি হবে। সব বিজেপি বিধায়ক অন্তত ৪০ শতাংশ দুর্নীতি করে টিকে আছে। ঘুষের টাকায় অনেক কামিয়েছে ওরা।   
  

RELATED ARTICLES

Most Popular