Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMamata Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ ফের জেলায় মমতা 

Mamata Banerjee: লক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ ফের জেলায় মমতা 

Follow Us :

কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023) আসন্ন। ভোট ঘোষণা না হলেও জেলায় জেলায় দলের অবস্থান জানতে ইতিমধ্যেই চরকিপাক দিতে শুরু করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই লক্ষ্যে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। এই সফরে তাঁর অন্যতম গন্তব্য হতে চলেছে বীরভূম (Birbhum)।

আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের (State Cabinate Meeting) পর তিন জেলা সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে তিনি আজ কলকাতা বইমেলার (Kolkata Book Fair 2023) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তবে তা নবান্নে (Nabanna) হবে না, বিধাননগরের উন্নয়ন ভবনে হবে। বিধাননগরে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার পর যে তিনটি জেলা সফরে তিনি রওনা হবেন, সেগুলি হল, পূর্ব বর্ধমান, বীরভূম ও মালদহ।

আরও পড়ুন: Weekly Horoscope: নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা কেমন থাকবে

অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর এই প্রথম শান্তিনিকেতন যাবেন মুখ্যমন্ত্রী। সেই হিসেবে এবার কেষ্টহীন বীরভূমেই যাচ্ছেন তিনি। শেষবার তিনি বীরভূম গিয়েছিলেন বগটুই কাণ্ডের পর। সেই সময়ও তাঁর সঙ্গী ছিলেন অনুব্রত।

বইমেলা প্রাঙ্গণের পাশে হেলিপ্যাড থেকে আজ, বিকেলে হেলিকপ্টারে মমতা বোলপুর পৌঁছবেন। কাল, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মালদহের গাজলে যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাঁর সভা। সেখান থেকে তাঁর বোলপুর ফিরে আসার কথা। বুধবার বোলপুরের ডাকবাংলো মাঠে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। বৃহস্পতিবার তিনি বোলপুর থেকে পূর্ব বর্ধমানের নাদনঘাটে কর্মসূচি সেরে কলকাতার উদ্দেশে রওনা হবেন।
মুখ্যমন্ত্রীর চার দিনের এই কর্মসূচিতে প্রশাসনিক বৈঠক না-থাকলেও সরকারি পরিষেবা বিলির কর্মসূচি রয়েছে। এই পর্বে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের দিকে রাজনৈতিক শিবিরের নজর রয়েছে। সেখানে কেষ্টর অনুপস্থিতিতে মমতা কী বার্তা দেন, সেই ব্যাপারে কৌতূহল রয়েছে অনেকেরই।

যদিও মুখ্যমন্ত্রীর এই সফরকে পুরোপুরি প্রশাসনিক বলেই উল্লেখ করা হচ্ছে। কিন্তু অনুব্রতর অনুপস্থিতিতে মমতার জেলা সফরকে রাজনৈতিক ভাবেও গুরুত্বপূর্ণ বলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আগামী এপ্রিল-মে মাসে পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা দলের হয়ে জমি তৈরি করতে যাচ্ছেন বলেই তাঁদের মত। 

কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নবান্নে মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন বিধাননগরে। সেখানে আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন। বইমেলার উদ্বোধন করেই বিধাননগর থেকে হেলিকপ্টারে বোলপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। হেলিকপ্টারে সরকারডাঙা হেলিপ্যাডে নামবেন তিনি। সোমবার রাতে শান্তিনিকেতনে থেকে মঙ্গলবার সকালে রওনা দেবেন মালদহের উদ্দেশে। সেখানে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির বিভিন্ন পরিষেবা তুলে দেবেন।

RELATED ARTICLES

Most Popular