Sunday, June 29, 2025
HomeদেশNarendra Modi |  'মোদি হটাও' পোস্টারে ছয়লাপ দিল্লি, গ্রেফতার ৪

Narendra Modi |  ‘মোদি হটাও’ পোস্টারে ছয়লাপ দিল্লি, গ্রেফতার ৪

Follow Us :

নয়াদিল্লি: ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ (Remove Modi, save the country) এমনই স্লোগান লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে দিল্লি (Delhi)। এই ঘটনায় দিল্লি পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। রাজধানী শহরের নানা প্রান্ত থেকে অন্তত দু’হাজার পোস্টার পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে ফেলেছে। ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। সূত্রের খবর, ধৃতদের মধ্যে দু’জনের নিজস্ব ছাপাখানা ছিল। পাশাপাশি এই ঘটনায় ৪৪টি মামলা রুজু করা হয়েছে।        

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার এনআরসি (National Capital Region) এলাকা থেকে এই পোস্টারগুলি উদ্ধার করা হয়। ইতিমধ্যে দু’হাজারের বেশি পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আইপি এস্টেট এলাকায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ওই পোস্টার উদ্ধার করা হয়। পুলিশের প্রশ্নের মুখে ভ্যান চালক জানান, দিল্লিতে আম-আদমি পার্টির সদর দফতরে ওই পোস্টারগুলি পাঠানো হচ্ছিল। ধৃত চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতরা  মোট ৫০ হাজার পোস্টার ছাপানোর বরাত পেয়েছিলেন। ধৃতদের দুজন দিল্লির এক ছাপাখানার মালিক। দিল্লির বুকে দৃশ্য দূষণ ছড়ানো এবং পোস্টারে প্রিন্টার্স লাইন না থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: Amritpal Singh | বহুরূপী! অমৃতপালের সাতরকম লুকের ছবি প্রকাশ করল পঞ্জাব পুলিশ  

আম আদমি পার্টির তরফে এক টুইটে এফআইআর করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।বলা হয়েছে, এই পোস্টার লাগানোয় অপরাদ কোথায়? আম আদমি পার্টির বক্তব্য, মোদি সরকারয় যে চরম স্বৈরাচারী, এই পোস্টার-কাণ্ড তার অন্যতম নিদর্শন। তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী জুড়ে প্রায় ৫০ হাজার এই ধরনের পোস্টার সাঁটানোর কথা ছিল বলে ধৃতদের জেরা করে জানা গিয়েছে। দুটি ছাপাখানাকে পোস্টারগুলি ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল। একই সঙ্গে রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে পোস্টার সাঁটানোর বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হয়। দু’বছর আগেও এমন একটি ঘটনা সামনে এসেছিল।ওই সময় পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছিল। ২৫টি মামলা দায়ের হয়েছিল।

অন্যদিকে এই নিয়ে সুর চড়াতে শুরু করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। আম-আদমি পার্টির কড়া সমালোচনা করেছে পদ্ম শিবির। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে ইডি। মণীশ গ্রেফতার হতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানায় তাঁর দল। আপের অভিযোগ, দিল্লি সরকারকে নাস্তানাবুদ করার লক্ষ্যেই বিজপি এই ধরনের নোংরা রাজনীতি করছে। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
জনতা যা জানতে চায় | মোদির বিদেশ সফরের নির্যাস কী? কী ফল পেল দেশবাসী?
00:00
Video thumbnail
জনতা যা জানতে চায় | ভারতের কার পাশে দাঁড়ান উচিত, ইরান না ইজরায়েল?
00:00
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি, প্রবল নিম্নচাপে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ
00:00
Video thumbnail
জনতা যা জানতে চায় | Anik Chatterjee | ট্রাম্পের খ্যাপাটেপনায় ভারত কী সমস্যায় পড়বে?
01:20:15
Video thumbnail
Kasba Incident | কসবা ল কলেজে পুলিশি বাধার মুখে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
02:34
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | বর্ষার শুরুতেই ভাঙল আলিপুরদুয়ারের জয়গাঁর রাস্তা, আতঙ্কে এলাকাবাসী
02:14
Video thumbnail
Kasba Incident | সাউথ কলকাতা ল' কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা
00:24
Video thumbnail
BJP | Kasba Incident | লালবাজারের বাইরে টায়ার জ্বা/লিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ
02:26
Video thumbnail
Eco ইন্ডিয়া | প্লাস্টিকের পুর্নব্যবহারে শৈল্পিক সত্ত্বার পরিচয় দিলেন দিল্লির এক বাসিন্দা,দেখুন
26:00
Video thumbnail
Sukanta Majumdar | কসবা কাণ্ডের প্রতিবাদে ১৪ ঘণ্টা পুলিশি হেফাজতের পর জেলমুক্তি সুকান্ত মজুমদারের
02:26

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39