Thursday, July 3, 2025
HomeবিনোদনMr And Mrs Mahi | Rajkumar Rao | Janhavi Kapoor | রাজকুমার-জাহ্নবীর...

Mr And Mrs Mahi | Rajkumar Rao | Janhavi Kapoor | রাজকুমার-জাহ্নবীর প্যাক আপ

Follow Us :

মুম্বই : শেষ পর্যন্ত মিটল পরিচালক শারণ শর্মার(Sharan Sharma) আগামী ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি(Mr And Mrs Mahi)-র শ্যুটিং।হরর কমেডি ফিল্ম রুহি(Roohi)-তে প্রথমবার জুটি বেঁধেছিলেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর(Rajkumar Rao & Janhavi Kapoor)।ছবি বক্সঅফিসে(Box Office) বিরাট সাফল্য না পেলেও নজর কেড়েছিল নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রি।তাই মিস্টার অ্যান্ড মিসেস মাহি-র কাস্টিংয়ের সময় রাজকুমার ও জাহ্নবীকেই বেছে নিয়েছিলেন পরিচালক শারণ শর্মা।করণ জোহরের(Karan Johar) প্রযোজনায় এই ছবি আদপে একটি স্পোর্টস ড্রামা ফিল্ম।তবে ছবির গল্পে থাকবে ভরপুর রোম্যান্স।ছবিতে ক্রিকেটার দম্পতির ভূমিকায় নজর কাড়তে চলেছেন রাজকুমার-জাহ্নবী জুটি।দুজনেই দারুণ পছন্দ করেন ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে(Mahendra Singh Dhoni)। সেই সূত্রেই ছবির নাম মিস্টার অ্যান্ড মিসেস মাহি।করোনা কালের পরই ছবির জন্য প্রস্তুতি শুরু করেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর।

পর্দায় পারফেক্ট ক্রিকেটার হয়ে ওঠার জন্য ট্রেনিং নিয়েছিলেন জানু।২০২১ সালে মিস্টার অ্যান্ড মিসেস মাহি-র শ্যুটিং শুরু করেছিলেন ছবির দুই তারকা। অবশেষে মিটল ছবির শ্যুটিং পর্ব।সোশ্যাল সাইটে র্যাপ আপের একঝাঁক ছবি নিজের ইনস্টায় শেয়ার করেছেন জাহ্নবী কাপুর।পাশাপাশি সহঅভিনেতা,পরিচালক সহ ছবির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদও জানিয়েছেন মিসেস মাহি।

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39