Friday, July 4, 2025
Homeজেলার খবরSaokat Molla | গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকাও নিলে দল থেকে...

Saokat Molla | গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকাও নিলে দল থেকে বের করে দেব বলে হুঁশিয়ারি সওকাতের

Follow Us :

ভাঙড়: আমি শুধু আইএসএফকে দোষ দেব না, আমাদের নেতাদেরও দোষ আছে। গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকাও নিলে দল থেকে বের করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি ক্যানিংয়ের তৃণমূল সওকাত মোল্লার। শুক্রবার ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের ঠিক এই ভাষায় মন্তব্য দিলেন সওকাত। 

তিনি বলেন, আইএসএফকে দোষ দেব না,আমাদের নেতাদেরও দোষ আছে। আমাদের কিছু ভিখারি নেতা আছে। এদের কাজ কি হাত পেতে টাকা নেওয়া। ঘর, বিচার রাস্তার জন্য ৫ হাজার ১০ হাজার টাকা দাও। আমি আমার বিধানসভায় চালু করেছি। কোনও নেতা যদি গরিব মানুষের কাছ থেকে পাঁচ টাকাও নেয় ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে দল থেকে বের করে দেওয়া হবে। সওকাতের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তিনি বলেন, এটা আমাদের দাবি, আমরা যারা স্বচ্ছ রাজনীতি করি এটা তাঁদের সকলের দাবি। যদিও সওকাতের এই মন্তব্যেকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোদীরা। তাদের দাবি, যারা আপাদমস্তক দুর্নীতিতে মোরা, তারাই স্বচ্ছতার কথা বলছে।

আরও পড়ুন:Municipality Scam | ৬০ পুরসভায় নিয়োগের নামে ৪০ কোটি তোলেন অয়ন, ইডির FIR

আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতিতে অনেকটাই ব্য়াকফুটে রয়েছে তৃণমূল। তাই সংগঠনকে চাঙ্গা করতে গত ২ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেচে তৃণমূল। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই স্বচ্ছ পঞ্চায়েত ভোট করার ডাক দিয়েছেন অভিষেক। এমনকী দুর্নীতির বিরুদ্ধেও বারবার সরব হয়েছেন তিনি। দলে থেকে কোনও নেতা বা কর্মী যদি দুর্নীতিতে যুক্ত থাকেন, তাদের দল থেকে বহিষ্কারেরও ডাক দিয়েছেন অভিষেক। এদিন তাঁর পথেই হেঁটে সওকাত মোল্লার এই হুঁশিয়ারি অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এই হুঁশিয়ারি দলের নেতা-কর্মীরা কতটা মেনে চলেন সেদিকেই তাকিয়ে নেতৃত্ব।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39