কলকাতা: পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality Recruitment) এবার সিবিআইয়ের (CBI) পর ইসিআইআর দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। ইডি (ED) সূত্রের জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের (Ayan Shill) সংস্থা এবিএস ইনফোজন নামে ইসিআইআর দায়ের করেছে ইডি। তদন্তকারীদের দাবি, রাজ্যের ৬০টি পুরসভায় চাকরি দেওয়ার নাম করে ৪০ কোটি টাকা তুলেছিল অয় শীল।
এর আগে পুর নিয়োগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। অয়ন শীলের কাছ থেকে পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার করেছিল ইডি। পরবর্তীকালে ইডির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভার নিয়োগ দুর্নীতির বিষয়টিও সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্ট শুনানির জন্য হাইকোর্টকে ফিরিয়ে দেয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুনর্বিববেচনার আবেদন জানায় রাজ্য। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন: Karnataka Election | কর্নাটকের জয় বাংলার জেলায় জেলায় কংগ্রেসের উচ্ছ্বাস
এই মামলায় আগের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, ইডির আবেদনের ভিত্তিতে পুরসভার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুরসভার মামলা ওই বিচারপতির বিচারাধীন বিষয় নয়। তবে তিনি কীভাবে এই নির্দেশ দিতে পারেন? হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করেন কোন বিচারপতি কোন মামলার বিচার করবেন। ওই বেঞ্চে পুরসভার মামলা নেই। তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই ওই বেঞ্চের।