Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাWBJEE Result 2023 | জয়েন্টে একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়

WBJEE Result 2023 | জয়েন্টে একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়

Follow Us :

কলকাতা: শুক্রবার দুপুরে ফল প্রকাশ হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনিশনের (WBJEEB)। রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাখিল আখতার। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। ও তৃতীয় হয়েছেন সারা মুখার্জি। ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের। প্রথম ও দ্বিতীয় দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। মেধা তালিকায় রাজ্য বোর্ড থেকে স্থান পেয়েছেন তিন জন। একজন আইসিএসই বোর্ড ও ৬ জন সিবিএসই বোর্ডের।  

এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। ৩২, ৯৪৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। পরীক্ষায় বসেছিল ৯৭, ৫২৪ জন। এবছর জয়েন্টে পাশের হার ৯৯.৩৭ শতাংশ। প্রায় ৩৪ হাজার আসনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া হবে। ৬৯,৫৬০ জন এ রাজ্যের এ রাজ্যের পরীক্ষার্থী। এদিন সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুন: Monsoon Likely Normal-IMD | দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস, এল নিনো-র সতর্কতাও মৌসম ভবনের

মেধাতালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া। চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত। পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা। অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী। নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু। দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।

প্রসঙ্গত, দুদিন আগে প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নেয় ৮৭ জন। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরার হিসেবে পেয়েছে ৯৯.২ শতাংশ। 

RELATED ARTICLES

Most Popular