Thursday, July 3, 2025
HomeবিনোদনThe Vaccine War | দশেরায় ভ্যাকসিন যুদ্ধ

The Vaccine War | দশেরায় ভ্যাকসিন যুদ্ধ

Follow Us :

মুম্বই : পিছিয়ে গেল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) নতুন ছবি দ্য ভ্যাকসিন ওয়ার(The Vaccine War)-এর মুক্তি। গতবছর দ্য কাশ্মীর ফাইলস্(The Kashmir Files)-এর দুর্দান্ত সাফল্যের পরই পরিচালক জানিয়েছিলেন কোভিড ১৯(Covid 19)-এর মতো মারণ অতিমারী রুখতে কি ভাবে তৈরি হল করোনার ভ্যাকসিন(Covid Vaccine) সেই গল্প নিয়ে ছবি তৈরি করবেন পরিচালক।যে ছবির নাম বিবেক অগ্নিহোত্রী রেখেছেন দ্য ভ্যাকসিন ওয়ার।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন অনুপম খের,নানা পাটেকর,পল্লবী জোশি এবং সপ্তমী গৌড়া(Anupam Kher,Nana Patekar,Pallavi Joshi & Saptami Gowda)।চলতি বছরের স্বাধীনতা দিবসে(Independence Day) ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।কিন্তু সম্প্রতি দ্য ভ্যাকসিন ওয়ার-এর মুক্তি পোস্টপনড্(Postponed) করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।পরিবর্তে দশেরায়(Dussera) সিনেমাহলে মু্ক্তি পাবে এই ছবি। প্রযোজনা সংস্থা সূত্রে খবর,ছবির পোস্ট প্রোডাকশন(Post Production) প্রায় শেষের দিকে। কিন্তু এখনও নাকি সামান্য বাকি রয়েছে ছবির শ্যুটিং। খুব শীঘ্রই আমেরিকায় সেই শ্যুটিং পর্ব সারবেন পরিচালক। 

দশেরায় ভারতে মুক্তি পাওয়ার আগে ছবিটি মার্কিন মুলুকে বিশেষ প্রদর্শনীর আয়োজন করবেন বিবেক অগ্নিহোত্রী এবং পল্লবী যোশি।যিনি ছবির অন্যতম অভিনেত্রী তথা প্রযোজকও।নানা কারণে স্বাধীনতা দিবসে দ্য ভ্যাকসিন ওয়ার-এর মুক্তি বাতিল করেছেন নির্মাতারা।দশেরায় বিবেকের নতুন ছবির পাশাপাশি মুক্তি পেতে পারে টাইগার শ্রফ এবং কৃতি স্যাননের সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম গণপথ পার্ট ১।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39