skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeঅলিম্পিক-২০২১জয় দিয়ে অলিম্পিক অভিযান শুরু পিভি সিন্ধুর

জয় দিয়ে অলিম্পিক অভিযান শুরু পিভি সিন্ধুর

Follow Us :

টকিও: ২১-৭ ও ২১-১০ গেমে ইসরায়েলের প্রতিপক্ষ সেনিয়া পোলিকারপোভাকে হারালেন সিন্ধু।  প্রথম গেম জিততে সময় নিলেন ১২ মিনিট। দ্বিতীয় গেম জিতলেন ১৩ মিনিটে। সব মিলিয়ে মাত্র ২৫ মিনিটে জিতে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু। গতবার রিও থেকে রুপো জিতে ফিরেছিলেন। এবারও পদকের জন্য তাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। সেই পি ভি সিন্ধু রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে দিলেন স্ট্রেট গেমে।  তাঁর এই জয় নিয়ে পদকের আশায় বুক বাঁধছে দেশ। ঝড়ের গতি ছিল তাঁর প্রতিটি শটে।  ইজরায়েলের পেলিকারপভা অনেকটাই পিছিয়ে রয়েছে সিন্ধুর থেকে। তবুও প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েই দেখেছেন তিনি।

আরও পড়ুন :বালি ভাস্কর্যে মীরাবাইকে বিশেষ সম্মান

অন্যদিকে পেলিকারপভা প্রথম মহিলা হিসাবে অলিম্পিকে দেশের হয়ে ব্যাডমিন্টন খেলছেন। টোকিয়ো রওনা হওয়ার আগে অলিম্পিক্সের ওয়েবসাইটে সিন্ধু বলেছিলেন, ‘‘রোনাল্ডো যে ভাবে খেলেন, তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করার ভাষা নেই। ওঁর দক্ষতা, টেকনিক দুর্ধর্ষ।’’ ব্যাডমিন্টনের বিশ্বসেরা ক্যারোলিন মারিন এবার অলিম্পিকে থাকছেন না। যদিও চিনের একাধিক প্লেয়ার তাঁর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।  করোনার জন্য সব টুর্নামেন্ট বাতিল ছিল। খেলোয়াড়রা কে কোন ফর্মে আছে তা আগে থেকে জানার উপায় ছিল না। প্রতিটি ম্যাচে তাই ধীরে চলো নীতি নিতে চলেছেন পিভি সিন্ধু।গত কয়েক মাস নতুন কোচের কাছে শিখেছেন প্রতিপক্ষের মানসিকতা বুঝতে গেলে কী করতে হবে। ম্যাচ চলাকালীন নিজের কাউন্টার প্ল্যান তৈরি করতে হবে।  ট্যাকনিকালি সিন্ধুকে এবার অনেকটাই অ্যাডভান্স দেখতে চান দেশবাসী।

RELATED ARTICLES

Most Popular