ক্যানিং: প্রতিবাদীকে মারধরের অভিযোগ ক্যানিংয়ে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ধুলিরবাটি গ্রামে। রাজেশ সরদারের অভিযোগ, বাড়ির সামনে বসে মদ্যপান ও জুয়ার ঠেক বসেছিল। সেই ঠেকের পাশে কল। জল আনতে যাচ্ছিলেন রাজেশের মা। সেই সময় যুবককে সরে যেতে বলায় অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই যুবকরা। রাজেশের মা’কে এই ঘটনা নিয়ে রাজেশ প্রতিবাদ করতে আসলে তাঁকে প্রথমের চড়, ঘুষি, কিল মারা হয়।
এরপরে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁশ দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাজেশ লুটিয়ে পড়লে অপরাধী পালিয়ে যায়। এরপরের পরিবার ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি! ক্রমশ জোরদার আন্দোলন
রাজেশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ির পাশে বসে মদের আসর ও জুয়া খেলে এবং গালিগালাজ করে ওই যুবক। তার প্রতিবাদ করায় রাজেশের উপরে আক্রোশ দেখায়। এমনকি তাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে বলেও অভিযোগ রাজেশের। এই ঘটনায় ক্যানিং থানা অভিযোগ দায়ের করে রাজেশ। ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।