skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig news১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

Follow Us :

সোমবার দিল্লির (Delhi) রাজঘাটে (Rajghat) যখন তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করছে, তখন কলকাতায় বিধানসভা চত্বরে পাল্টা অবস্থানে বসল বিজেপি। দলের বিধায়করা ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, তৃণমূলের চোররা দিল্লি গিয়েছে। আমরা এই চুরির সিবিআই তদন্ত চাই। একই সঙ্গে বিজেপির মহিলা মোর্চা একই দাবিতে এদিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসে। সেখানেও হাজির ছিলেন শুভেন্দু অধিকারী।

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যের চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীরর সঙ্গে দেখা করে তৃণমূলের চুরি আটকাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। পরে সুকান্ত বলেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করবে তৃণমূল। আবার দিল্লিতে গিয়ে টাকার দাবিতে দরবার করবে। এই দ্বিচারিতা বন্ধ করা দরকার। আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি, টাকার হিসেবে না দিলে এবং চুরি বন্ধ না করলে টাকা যেন না দেওয়া হয়।

আরও পড়ুন: রাজঘাটে ধরনায় বসলেন তৃণমূলের সাংসদ, মন্ত্রীরা

১০০ দিনের কাজের প্রকল্প এবং কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দু’বছর ধরে বিজেপি সরকার আটকে রেখেছে বলে তৃণমূলের অভিযোগ। এই বকেয়া টাকার দাবিতে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে চিঠি দিয়েছেন। শাসকদলের সাংসদরা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবু টাকা দেওয়া হয়নি। তৃণমূলের অভিযোগ, ওই দুই খাতে ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য। পঞ্চায়েত ভোটার সময় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় হুমকি দিয়েছিলেন, ভোট মিটলেই দশ লাখ লোক নিয়ে টাকার দাবিতে দিল্লিতে ধরনা দেবেন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর ঘোষণা ছিল, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে ওই ধরনা হবে। পরে ঠিক হয় ৩ অক্টোবর যন্তর মন্তরে অবস্থান করবে তৃণমূল। সেই মতো সোমবার দিল্লির রাজঘাটে অবস্থান আন্দোলনে বসে তৃণমূল।

রাজ্য বিজেপিও জানিয়েছিল, তৃণমূলের চুরি এবং দুর্নীতি বন্ধের দাবিতে তারাও দিল্লিতে এবং কলকাতায় পাল্টা কর্মসূচি নেবে। সেই মতোই সুকান্তর নেতৃত্বে একদল সাংসদ এবং মন্ত্রী দিল্লিতে দরবার করেন। বিজেপির পরিষদীয় দল বিধানসভা চত্বরে ধরনায় বসে। দলের মহিলা মোর্চা গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায়। সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মসূচির জেরে দিনভর টানটান উত্তেজনায় ভরপুর ছিল কলকাতা থেকে দিল্লি।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular