skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollউত্তরকাশীর অন্ধকূপে প্রায় ২০০ ঘণ্টা, উদ্ধারে আরও ৪-৫ দিন

উত্তরকাশীর অন্ধকূপে প্রায় ২০০ ঘণ্টা, উদ্ধারে আরও ৪-৫ দিন

কাজ করছো, নাকি মিথ্যা বলে চলেছো, প্রশ্ন আটক শ্রমিকের

Follow Us :

উত্তরকাশী: তোমরা কাজ করছ, নাকি গোড়া থেকেই মিথ্যা বলে চলেছো? ওয়াকিটকিতে এই প্রশ্ন এক শ্রমিকের। আটদিন কাটতে চলেছে, পদে পদে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় মনের জোর ভেঙে পড়েছে সুড়ঙ্গে আটক (Uttarkashi Tunnel Collapse) ৪১ কর্মীর। যে অত্যাধুনিক ড্রিলিং মেশিন এনে কাজ চলছিল, খননের ফলে আরও পাথরের টুকরো খসে পড়ছে সুড়ঙ্গে। সে কারণে শনিবারই বন্ধ রাখা হয় ড্রিলিংয়ের কাজ।

আটদিনের মাথায় আজ, রবিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami) যাচ্ছেন সিলকিয়ারা গ্রামে। তাঁর সঙ্গেই যাবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকরি (Nitin Gadkari)।

আরও পড়ুন: ফাইনালে সিরাজের জায়গায় অশ্বিন? ঝুঁকি হয়ে যাবে?

প্রায় ৬টি টিম যৌথভাবে উদ্ধারকাজ চালালেও এখনও সুড়ঙ্গপথের আলো দেখা যায়নি। তাই অবশেষে সেনাবাহিনীকে (Indian Army) তলব করা হয়েছে। তারা সুড়ঙ্গের মাথার দিক থেকে গর্ত করে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করবে। সব থেকে বড় সমস্যা শ্রমিকদের কাছে খাদ্য, পানীয় জল, ওষুধ ও অক্সিজেন সরবরাহ করা হলেও যেখানে তাঁরা আটকে রয়েছেন, সেখানে পয়ঃপ্রণালীর ব্যবস্থা না থাকায় জায়গাটি দূষিত হয়ে উঠছে। এই অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অনেকেই।

ড্রিলিংয়ের সময় পাথরের চাঁই খসে পড়তে থাকায় এখন উপর এবং পাশের দিক থেকে খননকাজের বিকল্প পথ ভাবা হচ্ছে। উপর থেকে প্রায় ১৭৭ মিটার এবং পাশের দিক থেকে প্রায় ১০৩ মিটার খনন করা হবে। ফলে নতুন করে বিপত্তি না ঘটলে আরও ৪-৫ দিন সুড়ঙ্গেই আটকে পড়ে থাকতে হবে কর্মীদের।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular