Friday, July 4, 2025
HomeScrollজমি মামলায় জয় নোবেল জয়ী অমর্ত্যের

জমি মামলায় জয় নোবেল জয়ী অমর্ত্যের

আদালতের রায়ে খুশির মেজাজ শান্তিনিকেতনে

Follow Us :

সিউড়ি: জমি বিবাদ মামলায় সিউড়ি জেলা আদালতে অমর্ত্য সেনের পক্ষেই রায় দিলেন বিচারক। অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযোগ তুলেছিল, অধ্যাপক অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রয়েছেন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হন অমর্ত্য। সিউড়ি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল। বুধবার মামলার রায় শোনান বিচারক।

অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, আমরা মামলাটি জিতলাম। যে নোটিশ বিশ্বভারতী করেছিল তা ঠিক নয় বিচারক সেটাই বলেছেন। ফলে এটাই প্রমাণ হল অমর্ত্যর বাড়তি জমি দখল করে নেই। এতে আমরা অত্যন্ত খুশি।

আরও পড়ুন: মালদহে আজ রাহুল-মমতার দ্বৈরত

উল্লেখ্য, অমর্ত্যকে এভিকশন অর্ডার দিয়েছিল বিশ্বভারতী। তাতে বলা হয়েছিল, দ্রুত যেন তিনি ১৩ ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দেন। সেই নোটিসকে খারিজ করার আবেদন জানিয়ে সিউড়ি জেলা জজের এজলাসে যান অমর্ত্যের আইনজীবী। সেই মামলায় বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’কে বাতিল করে দিয়েছে আদালত। এর ফলে কার্যত জমি মামলায় অমর্ত্যের জয় হল বলেই মনে করছেন তাঁর আইনজীবীরা।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39