skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeবিনোদন'মুখোশ' মুক্তির আনন্দে বিরসা দাশগুপ্ত

‘মুখোশ’ মুক্তির আনন্দে বিরসা দাশগুপ্ত

Follow Us :

পরিচালক বিরসা দাশগুপ্তর ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ অগষ্ট। সরকারি নির্দেশ মত সিনেমা হল খোলার পার বড় ব্যানারের প্রথম বাংলা ছবি দেখবে দর্শক। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন হিন্দি ছবি ‘বেলবটম’। অর্থাৎ বহুদিন পর বড় পর্দায় বাংলা ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই হিন্দি ছবির সঙ্গে লড়াই করতে হবে। ছবি মুক্তি নিয়ে পরিচালক বিরসা দাশগুপ্তর জানান, ” ছবির ব্যাবসার থেকেও এখন গুরুত্বপূর্ণ বিষয় হল বহুদিন পর আবার সিনেমা হল খুলেছে, এবং দর্শকদের কাছে একেবারে টাটকা নতুন ছবি মুক্তি পাচ্ছে। এটাই সব থেকে বড় আনন্দের বিষয়। অবশ্যই আমি বেশি খুশি কারণ সিনেমা হল খোলার পর প্রথম যে ছবি দেখা যাবে সেটা আমার বানানো ছবি। তাই অভিযোগ করার কোন যায়গাই নেই । দর্শক হইহই করে আবার প্রেক্ষাগৃহে এসে ছবি দেখবে এটাই বড় বিষয়। এতোদিন তো ব্যাবসাই বন্ধ ছিল , সিনেমা হল খোলার পর তবু ব্যাবসা শুরু হবার আশা করা যায়। তাই এখন শুধু সিনেমা মুক্তি পাচ্ছে, এটাই খুশির খবর। “

আরও পড়ুন:সিনেমায় ‘রং নম্বর ‘

বহু ছবি মুক্তির অপেক্ষায়, তবে এখন যে ছবি গুলি মুক্তি পাবে তার কন্টেন্টে বর্তমান করোনা পরিস্থিতির উল্লেখ থাকবেনা, সেটা কি সমস্যা হতে পারে? এই প্রশ্নের উত্তরে পরিচালক বিরসা জানান, ” এটা নির্ভর করছে ছবির বিষয়ের উপর। আমার এই ছবির ঘটনা ২০১৯ সালের প্রেক্ষাপটে তৈরি। তাই ছবিতে কোভিডের মাস্কের ব্যবহারের কোন দৃশ্য দরকার নেই। তবে যদি ছবির বিষয়বস্তু কোভিড সংক্রান্ত হয়, তাহলে অবশ্যই মাস্কের ব্যবহার দরকার হবে। “
তবে পরিচালকের মতে, দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে আসে আনন্দ পাওয়ার জন্য। সেখানে কেউই এই দুর্বিসহ দিন গুলো মনে করতে চাইবেনা।যদিও ‘মুখোশ’ সিনেমাতে একটি ভেড়ার মাস্কের আড়ালেই রয়েছে রহস্য। কিছুদিন আগেই এই ছবির একটি টিজার মুক্তি পায় যেখানে রাস্তার মোড়ে নাকা চেকিং এর দৃশ্যে কোন বিশেষ ঘোষণা হওয়ার আগেই একটি ভেড়ার মুখোশ ভেসে উঠছে। তার পরই এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়।


মূলত সাইকোলজিকাল ক্রাইম থ্রিলার এই ছবি। আর সাসপেন্স থ্রিলার দেখার মজা কেবলমাত্র সিনেমা হলেই পাওয়া যায়।বিরসার মতে বড় পর্দার কথা ভেবেই ছবি তিনি ছবি বানিয়েছেন। ছবি মানেই গল্প বলা, তবে বাস্তব থেকে বেড়িয়ে কল্পনাকে পর্দায় ফুটিয়ে তোলাই পরিচালকের কাজ। তাই ওটিটির জনপ্রিয়তা থাকলেও সিনেমা হলে বড় পর্দায় চলচ্চিত্র দেখার আনন্দই আলাদা।


মুখোশ ছবিতে প্রধান চরিত্রে যাদের দেখা যাবে তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত অভিনেতা, তবে বিরসার অন্য ছবিতে যেমন স্টারদের সংখ্যা অনেক বেশি থাকে, তবে পরিচালকের মতে ‘মুখোশ’ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তীর , চান্দ্রেয়ী ঘোষদের মতো স্টারদের অভিনয়তো খুব ভালো ,তবে এমন অনেক নতুন অভিনেতাদের দর্শক এই ছবিতে পাবে যারা দারুণ সব কাজ করেছেন, বেশিরভাগই থিয়েটারের থেকে এসেছেন, কাউকে হয়তো একদুবার পার্শ্ব চরিত্রে দেখা গেলেও সেই ভাবে হয়তো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেনি দর্শক, তেমন সাত আট জন অভিনেতার অভিনয় দর্শকদের চোখে পড়বে। যারা এই ছবিতেই ডেবিউ করছে।
মুখোশ মুক্তির পরই পরিচালক বিরসা দাশগুপ্ত তাঁর আগামী ছবি ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তবে এই মুহূর্তে তিনি মুখোশের মুক্তি নিয়েই ব্যস্ত। বিরসার মতে বহুদিন পর সিনেমা হল খুলছে, দর্শকরাও সিনেমা হলের আবহে ছবি দেখার মজা নিতে অবশ্যই সিনেমা হলে আসবেন। কারণ ক্রাইম থ্রিলার দেখার মজা সিনেমা হলেই পাওয়া যায়

RELATED ARTICLES

Most Popular