Placeholder canvas

Placeholder canvas
HomeScrollছাপ্পা ভোট কী, রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল কমিশন
Election Commission

ছাপ্পা ভোট কী, রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল কমিশন

ভোটের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেয় কমিশন

Follow Us :

কলকাতা: ছাপ্পা ভোট কী,  রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল নির্বাচন কমিশন (Election Commission of India)। কংগ্রেস, বিজেপি, সিপিএমের প্রতিনিধিরা ছাপ্পা ভোট কাকে বলে, তার বিশদ ব্যাখ্যা করেন কমিশনকে। শাসকদলের মদতে সমাজবিরোধীরা কেমন করে বুথ দখল করে ছাপ্পা ভোট দেয়, তা জানান বিরোধী নেতারা। এই প্রসঙ্গে গত বছরের পঞ্চায়েত ভোটের কথাও উল্লেখ করেন তাঁরা। 

কমিশনের ফুল বেঞ্চের কাছে বিরোধীদের অভিযোগ, শুধু ছাপ্পা ভোট নয়, ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে। ভোটগ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। কংগ্রেসের প্রতিনিধিরা দাবি করেন, মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন, তা নিশ্চিত করতে হবে কমিশনকে।  

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেন প্রবীণ বিধায়ক তাপস রায়

কংগ্রেসের আর্জি, শুধু ভোটগ্রহণ কেন্দ্রে নয়, স্ট্রংরুমেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাঁদের অভিযোগ, বিরোধীদের ভোটের আগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে শাসকদল।  রাজনৈতিক দলের প্রতিনিধিদের দাবি, ২০২১ সালের বিধানসভা ভোট, গত বছরের পঞ্চায়েত ভোটে হিংসা দেখেছে সাধারণ মানুষ। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন লোকসভা ভোটে না ঘটে।  কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব স্থানীয় থানার হাতে ছাড়া যাবে না। সিপিএম প্রতিনিধিদের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার দায়িত্ব সিইও অফিসের উপর রাখতে হবে। 

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)

এদিকে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যে কলকাতা সহ জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দু’টি দলে ভাগ হয়ে বাংলায় আসে কমিশনের ফুল বেঞ্চ।  রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে সোমবার সকালে আলোচনায় বসে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ না হলেও রাজ্যে এসে ভোটের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেয় কমিশন। ভোটার তালিকা, বুথ প্রস্তুতি এবং আদর্শ আচরণবিধি নিয়ে যে নির্দেশিকা আছে তা নিয়ে পশ্চিমবঙ্গে কেমন কাজ হয়েছে সেটার রিপোর্ট নিয়েছে ফুল বেঞ্চ। 

দেখুন ভিডিও: 

RELATED ARTICLES

Most Popular