HomeScrollশিশুকে ১ শিশি পোলিও খাওনোর অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে
Jalpaiguri News

শিশুকে ১ শিশি পোলিও খাওনোর অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

Follow Us :

জলপাইগুড়ি: দু ফোঁটার বদলে এক শিশু পুত্রকে পুরো ১ শিশি পালস পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পোলিও সেন্টারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। রবিবার লাটাগুড়ি ক্রান্তি মোড় সংলগ্ন এক সাব সেন্টারে ওই শিশুটিকে পোলিও টিকা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়। সেই সেন্টারে থাকা এক স্বাস্থ্যকর্মী ওই শিশুকে পুরো এক শিশি পোলিও খাইয়ে দেয় বলে অভিযোগ করেন শিশুর বাবা। একইসঙ্গে এত পরিমাণ পোলিও খাওয়ার পরই প্রচণ্ড জ্বর চলে আসে। এরপর ওই শিশুটিকে জলপাইগুড়ি জেলার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে বাচ্চাটি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন তাপস রায়! পদত্যাগ বিধায়ক পদ থেকে

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়। ঘটনা প্রসঙ্গে, যোগাযোগ করা হলে মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, খবর পেয়েছি পোলিওর ডোজ বেশি পড়ে গিয়েছে। শিশুটি বর্তমানে ভালো আছে। তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular