ধরমশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারত। বলা যেতেই পারে ধরমশালা ম্যাচ কার্যত নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যা আবহাওয়া তাতে ম্যাচ চলাকালীন ধরমশালায় বরফ পড়ার পূর্বাভাস রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিনগুলিতে তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে বরফ পড়ারও পূর্বাভাস রয়েছে। ম্যাচের তিনদিন এরকম সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ক্রিকেটারেরা। এখানেই শেষ নয়, একইসঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
ধরমশালায় যা আবহাওয়া তাতে বল স্যুইং হবে। ভারতের পক্ষে সুখবর এটাই যে এই টেস্টে প্রত্যাবর্তন করতে চলেছেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ভীষণ অনুকূল পরিবেশ ধরমশালায়। অন্য মেজাজে দেখা যেতে পারে ইংল্যান্ড ফাস্ট বোলারদের। তাই ভারতকে এই টেস্ট জিততে হলে প্রত্যেক ক্রিকেটারকে যে নিজের সেরা খেলাটা খেলতে হবে তা বলা বাহুল্য।
অন্য খবর দেখতে ক্লিক করুন: