কলকাতা: ক্যাডিস বেনেভোলেন্ট ট্রাস্টের (CBT) উদ্যোগে ২ ও ৩ মার্চ কলকাতা শহরের বুকে হয়ে গেল সিবিটি গলফ প্রতিযোগিতার সপ্তম সংস্করণ। এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করল টলিগঞ্জ ক্লাব (Tollygunge Club)। ক্যাডিস বেনেভোলেন্ট ট্রাস্টের চেয়ারম্যান রাজন ব্যাস্বামী জানান, এই টুর্নামেন্ট ক্যাডি, বল বয় এবং ট্যাঙ্ক বয়দের সাহায্যার্থে এই টুর্নামেন্ট। সংগৃহীত চাঁদা এবং অনুদান তাদের ইউনিফর্ম, স্বাস্থ্য পরিষেবা, বাচ্চাদের স্কুল ফি, জুতো, বর্ষাতি, শীতের জ্যাকেট দিতে কাজে লাগানো হয়।
আরও পড়ুন: সানরাইজার্সের নেতৃত্বে বিশ্বকাপ জয়ী অধিনায়ক
টলিগঞ্জ ক্লাবের সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১৪ সালে ক্লাবের সিনিয়র সদস্যদের গড়া সিবিটি ক্যাডি এবং বল বয়দের জন্য আশ্রয় প্রদানকারী ছাতার মতো, সেই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছে ক্লাব। তিনি এও জানান, কোভিডের সময় যখন ক্লাব বন্ধ ছিল, ক্যাডি এবং বল বয়দের সহায়তা করেছিল সিবিটি।
দেখুন অন্য খবর: