Homeকলকাতারামনবমী পালনে অনুমতি দিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়
Jadavpur University

রামনবমী পালনে অনুমতি দিল না যাদবপুর বিশ্ববিদ্যালয়

রামনবমীর অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Follow Us :

কলকাতা: আজ, বুধবার রামনবমী (Rama Navami 2024)। আজকের দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাসে রামনবমী পালনের যে অনুমতি পড়ুয়াদের একাংশকে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মঙ্গলবার রাতে তা প্রত্যাহার করা হয়। যেসব পড়ুয়া ওই অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম তাদের না জানিয়েই চিঠিতে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রেজিস্ট্রার জানিয়েছিলেন, রামনবমী পালনের জন্য ১২০জন পড়ুয়া লিখিতভাবে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কয়েকজন পরে কর্তৃপক্ষকে জানান, অনুমতি ছাড়াই চিঠিতে তাঁদের নাম ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৪)

শুধু তাই নয়, বেশ কিছু পড়ুয়াদের গ্রুপ থেকে সাম্প্রদায়িক হুমকি আসছে বলেও অভিযোগ যা পরবর্তীতে বড় কোনও সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। পাশাপাশি লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। ওই কথা মাথায় রেখে আপাতত একদল পড়ুয়াকে দেওয়া রামনবমীর অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলেই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রামনবমীতে ৫০ হাজার লোক নামবে, হুঁশিয়ারি দিলীপের

উল্লেখ্য, শুরু থেকেই রামনবমীর অনুমতি প্রত্যাহারের দাবি জানিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই। কলা বিভাগের এসএফআই নেতৃত্বাধীন বিদায়ী ছাত্র সংসদের পক্ষ থেকেও রেজিস্ট্রারের কাছে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular