Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতারামনবমীতে ৫০ হাজার লোক নামবে, হুঁশিয়ারি দিলীপের
Dilip Ghosh

রামনবমীতে ৫০ হাজার লোক নামবে, হুঁশিয়ারি দিলীপের

তৃণমূল রিগিং করতে পারে, আমরা উতসব করব না কেন, প্রশ্ন বিজেপি নেতার

Follow Us :

কলকাতা: লোকসভা নির্বাচন আসন্ন, আগামী ১৯ এপ্রিল রামনবমীর একদিন পরেই রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোটগ্রহণ। এই আবহেই রামনবমী (Ram Navami 2024) নিয়ে বড় ঘোষণা করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার দিলীপ বলেন, পঞ্চাশ হাজার লোকের মিছিল হবে বুধবার রামনবমীতে, কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ, ৫০০ বছরের চেষ্টায় রামমন্দির হয়েছে। রামনবমীতে হিন্দুরা বিজয় উৎসব পালন করবে। আমি হিন্দু সমাজের কাছে আবেদন রাখছি, হাজার হাজার মানুষ রাস্তায় নামুন, দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি, প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়, হুঁশিয়ারি দিলীপের।

প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বুধবার রামনবমীর জন্য হাওড়ায় মিছিলের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ, দুশোর বেশি লোকের মিছিল করা যাবে না। কোনও অস্ত্র প্রদর্শন করা যাবে না। মিছিলে উত্তেজক কথা বলা যাবে না।

দিলীপ এদিন আরও বলেন, আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। আমরা উৎসব করব না? তৃণমূলকে নিশানা করে তিনি  বলেন, তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করতে পার, আমরা কেন করব না? আজ থেকে টানা চার দিন আমি রামনবমী পালন করব। কার কত দম আটকে দেখাক।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৪)

অন্যদিকে রামনবমী প্রসঙ্গে এদিনই জলপাইগুড়িতে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) জানিয়েছেন, রামনবমীর দিন অশান্তি হতে পারে। সেদিন যে কেউ কোনও প্ররোচনায় পা না দেন। এতে বিপত্তি বাড়তে পারে। তিনি বলেন, সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।

গত বছর রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছিল। এবারও একাধিক জনসভায় রামনবমী নিয়ে হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।

আরও পড়ুন: জিভ টেনে ছিঁড়ে দিতাম, ভোট বলে কিছু বলছি না, মন্তব্য মমতার

পাশাপাশি, মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি বিতর্কে বলেন, এর আগে আমাদের নেতাদের চপার সার্চ হয়েছে। এটা কমিশনের অধিকার। মডেল কোড অফ কন্ডাক্ট অনুয়ায়ী টাকা অস্ত্র যাতায়াত ঠেকাতে এটা করা হয়। এক কংগ্রেসের রাজ্যপালের বিমান দুর্ঘটনার সময় প্লেন থেকে হাজার হাজার নোট নিচে ছড়িয়ে পড়েছিল। নেতাদের গাড়িতেও তো সার্চ হয়। কলকাতায় নাকা চেকিংয়ের সময় কত টাকা পাওয়া যায়। রাহুল গান্ধীর চপার সার্চ হয়েছে। যাদের নামে টাকা এদিক ওদিক করার অভিযোগ তাদের তো সার্চ হবেই বলেই হুঁশিয়ারি দেন দিলীপ।

উত্তরবঙ্গে ভোটের পরেও বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্তে দিলীপ বলেন, বিধানসভার ফল প্রকাশের পরেও বাহিনী রেখে দেওয়া হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে ভোট হলেই যেন ভূমিকম্প হয়। ক্রিমিনালরা সক্রিয় হয়ে যায়। অস্ত্র,টাকা সব লাগিয়ে জেতার চেষ্টা করে। গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তারপর আমরা থাকব। এমনকি স্টেজ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তাই মানুষও চায় কেন্দ্রীয় বাহিনী থাকুক। তৃণমূলকে ফের নিশানা করে তিনি বলেন, পাবলিক এখন এদের কানাকড়ি দাম দেয়না।

দেখুন ভিডিয়ো:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
KOLKATA TV LIVE STREAM
00:00
Video thumbnail
Top News | 'সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে', হাইকোর্টে CBI-র সন্দেশখালি-রিপোর্ট পেশ
44:59
Video thumbnail
Madhyamik Result | চলতি বছর মাধ্যমিকের পাসের হার ৮৬.৩১ শতাংশ
09:04
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে প্রথমস্থান অধিকার করে কী বলল কোচবিহারের চন্দ্রচূড় সেন
06:51
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কচুরিপানায় ঢেকেছে ইছামতি নদী, নদী সংস্কার নিয়ে শাসক-বিরোধী তরজা
02:14
Video thumbnail
Madhyamik Result | মাধ্যমিকে বাড়ল পাশের হার, এবারের সেরা দশে কোন কোন পড়ুয়া?
03:36
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | ৫.৭৫ শতাংশ ভোট বিজেপির পক্ষে, সংখ্যা বাড়ল- কী করে? : মমতা বন্দ্যোপাধ্যায়
06:26
Video thumbnail
WB Madhyamik 2024 Result | ৯৯% পেয়ে মাধ্যমিকে এবার প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন
02:27
Video thumbnail
Madhyamik 2024 | মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
12:22
Video thumbnail
Madhyamik 2024 Result | মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ
07:36