Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদননতুন রূপে ফিরছে রাজামৌলির ‘বাহুবলী’!
Baahubali

নতুন রূপে ফিরছে রাজামৌলির ‘বাহুবলী’!

নতুন রূপে ‘বাহুবলী’-কে নিয়ে আসছেন রাজামৌলি

Follow Us :

মুম্বই: ২০১৫ সালে সিনে মহলে আলোড়ন ফেলে দিয়েছিল দক্ষিণী পরিচালক রাজামৌলির (S. S. Rajamouli) ছবি ‘বাহুবলী’ (Baahubali)। প্রথম পর্বে ‘বাহুবলী’-কে কাটাপ্পা কেন মারল, সেই নিয়েই দু’বছর ধরে গোটা বিশ্বজুড়ে আলোচনা চলেছিল। শেষমেশ, এই ছবির দ্বিতীয় পর্বে দর্শকদের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন রাজামৌলি।

বক্স অফিস কাঁপিয়ে ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে প্রভাস (Prabhas) ও তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) অভিনীত এই ছবি। জনপ্রিয় এই ছবিই এবার আর এবার খবর নতুন রূপে নতুন রূপে নিয়ে আসছেন পরিচালক।

আরও পড়ুন: আর্টিস্ট ফোরামের সহযোগিতায় চিকিৎসার মুখ দেখলেন ‘আত্মারাম’

সম্প্রতি রাজামৌলি তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখেছেন, জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী, ক্রাউন অফ ব্লাড। সোশ্যাল মিডিয়া পোস্টেই পরিচালক জানিয়েছেন, নতুন ‘বাহুবলী’ অ্য়ানিমেশন ছবি। যা কিনা ওটিটিতে সিরিজ হিসেবে দেখানো হবে। খুব শীঘ্রই ছবির ট্রেলার সামনে আসবে বলেও জানিয়েছেন পরিচালক মৌলি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular