Placeholder canvas

Placeholder canvas
HomeScrollযোগীর সভায় যাওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Lok Sabha Election 2024

যোগীর সভায় যাওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Follow Us :

বীরভূম: সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দলীয় সভায় যাওয়ায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডলের সম্পাদকসহ দু’জন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে। তদন্তে শুরু করেছে পুলিশ।

আগামী ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন বীরভূমে। বীরভূমে লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক-বিরোধী দুই রাজনৈতিক দল নানান কর্মসূচি গ্রহণ করেছ। মঙ্গলবার বীরভূমের সিউড়ির বেনীমাধব স্কুল মাঠে রাজনৈতিক সভা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুন: ব্রিগেড প্যারেড গ্ৰউন্ড থেকে উদ্ধার মহিলার দেহ

স্থানীয় বিজেপির অভিযোগ, বিজেপির সভায় যাওয়া যাবে না। এই মর্মে সন্ধে থেকেই হুমকি চলছিল। মধ্যরাত্রে সিউড়ির দু’নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে বিজেপি মণ্ডলের নেতা মিলন বেদের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মিলন বেদে ও তাঁর পরিবারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি তাঁরা। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

যদিও এই ঘটনার দায় নিতে নারাজ তৃণমূল। তাদের দাবি, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিতে পারছে না। তাঁরা বিপুল ভোটে হারবে নিশ্চিত। এসব ভেবে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular