Saturday, July 5, 2025
HomeScrollবিশ্বকাপের আগে লঙ্কান বোলারদের ট্রেনিং দেবেন আক্রম
Wasim Akram

বিশ্বকাপের আগে লঙ্কান বোলারদের ট্রেনিং দেবেন আক্রম

সবমিলিয়ে পাঁচটি সেশন করবেন আক্রম

Follow Us :

কলকাতা: টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আর একমাসও বাকি নেই। প্রত্যেক দল প্রস্তুতি সারছে নিজের মতো করে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ একাধিক দেশ ১৫ জনের দলও ঘোষণা করে দিয়েছে। আবার পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আরও সময় নিচ্ছে। এর মধ্যেই জানা গেল, শ্রীলঙ্কান পেসারদের ট্রেনিং দিচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram)।

দুই দিনের ট্রেনিং প্রোগ্রামে শিক্ষক হিসেবে যোগ দিতে ১ মে শ্রীলঙ্কায় হাজির হয়েছেন আক্রম। তবে শুধু লঙ্কান বোলার নয়, শ্রীলঙ্কার হাই-পারফর্ম্যান্স কোচদের (HPC), বড় বড় ক্লাবের কোচদেরও ট্রেনিং দেবেন তিনি। সবমিলিয়ে পাঁচটি সেশনে হবে এই কর্মসূচি।

আরও পড়ুন: রান না নিয়ে তুমুল সমালোচিত হচ্ছেন এম এস ধোনি

২ মে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে বলা হয়েছে, সবমিলিয়ে পাঁচটি সেশন করবেন আক্রম। তার মধ্যে থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) পেস অ্যাকাডেমি, হাই-পারফরম্যান্স কোচ এবং বড় ক্লাবের কোচরা। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতিও পর্যবেক্ষণ করবেন তিনি।

প্রসঙ্গত, কুমার সঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, লাসিথ মালিঙ্গারা অবসর নেওয়ার পর বড়সড় পতন ঘটেছে লঙ্কান ক্রিকেটে। বাংলাদেশ, জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতলেও বড় দলের বিরুদ্ধে সাফল্য নেই। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কার মেন্টর পদে ছিলেন আক্রম। কিন্তু টেস্ট সিরিজ এবং ওডিআই সিরিজ যথাক্রমে ৩-০ এবং ৫-০ হেরে যায় তারা। টি২০ সিরিজ অবশ্য ২-১ জেতে। সর্বকালের অন্যতম সেরা জোরে বোলার হিসেবে বিবেচিত আক্রম ওডিআইতে ৫০৪ এবং টেস্টে ৪১৪ উইকেটের মালিক।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39