কলকাতা: অভব্য আচরণের দায়ে বড় শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) পেসার হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে এক ম্যাচ নির্বাসন দণ্ডও দেওয়া হয়েছে। সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে লেভেল ১ আচরণ বিধি ভাঙাতেই এই শাস্তি।
বিসিসিআই (BCCI) এই শাস্তির নির্দিষ্ট কারণ দর্শায়নি। তবে মনে করা হচ্ছে, দিল্লির ব্যাটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel) আউট করার পর রানা যে অঙ্গভঙ্গি করেছিলেন তাতেই এই শাস্তি। দিল্লির বিরুদ্ধে ২৮ রানে দুই উইকেট নেওয়া ডান-হাতি পেসার পোড়েলকে আউট করে আঙুল দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেন। তাতেই সম্ভবত এই জোড়া শাস্তি।
আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ না পেয়ে মন খারাপ রাহুলের!
আগামী ৩ মে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) খেলতে পারবেন না রানা। প্রসঙ্গত, এই প্রথম আচরণ বিধি ভাঙার দায়ে শাস্তি হয়নি তাঁর। গত মাসে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধেও তাঁর জরিমানা হয়েছিল। হায়দরাবাদের ব্যাটার ময়াঙ্ক আগরওয়ালকে আউট করে তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন রানা। সেই দোষে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা হয়েছিল কেকেআর পেসারের।
মুম্বই ম্যাচে রানার না থাকা কেকেআরের বোলিং বিভাগের জন্য ক্ষতি। প্রতি ম্যাচেই নিয়ম করে উইকেট তুলছেন তিনি। তাঁর জায়গায় কেকেআর জার্সিতে চেতন সাকারিয়ার অভিষেক হয় কি না সেটাই দেখার। তবে হর্ষিত রানার আচরণ নিয়ন্ত্রণে আনার ব্যাপারে উদ্যোগ নিতে হবে নাইট ম্যানেজমেন্টকে।
দেখুন অন্য খবর: