Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতৃণমূলের জন্য়ই ২৬ হাজারের চাকরি গেল, মালদহে তোপ মোদির
Lok Sabha Election 2024

তৃণমূলের জন্য়ই ২৬ হাজারের চাকরি গেল, মালদহে তোপ মোদির

Follow Us :

মালদহ: পশ্চিমবঙ্গে এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে এবার তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মালদহে বিজেপি প্রার্থীদের প্রচারে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সরব হন মোদি। এদিন মোদি দাবি করেন, শিক্ষা ক্ষেত্রে বড় মাপের দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। যুব সমাজের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে ভোট চলছে শুক্রবার। তার মধ্যেই রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হয়ে পুরাতন মালদহে সভা করেন তিনি। সেই সভামঞ্চ থেকেই রাজ্য় সরকারের একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন প্রধামন্ত্রী।

আরও পড়ুন: তৃণমূল-কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করছে, মালদহে অভিযোগ মোদির

মোদি বলেন, তৃণমূল সরকার এত বড় শিক্ষা দুর্নীতি হয়েছে যে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। চাকরি যাওয়ার কারণে ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ হয়ে গিয়েছে। যারা চাকরি পেতে ধারদেনা করে টাকা এনে তৃণমূলকে দিয়েছিল, সেই ঋণও মানুষের মাথায় চেপে গিয়েছে। অন্য দিকে, বিজেপি সরকার যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

এদিকে এসএসসি দুর্নীতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার তিনি দাবি করেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। অভিষেকের অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন, যা দুর্ভাগ্যজনক।

এদিকে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিয়েছিল এসএসসি (SSC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন এসএসসির চেয়ারম্যান। তিনি বলেন, ১৩ ডিসেম্বর হলফনামা জমা দিয়েছিলাম। হলফনামায় আদালত সন্তুষ্ট হয়নি। ১৮ ডিসেম্বর ফের হলফনামা জমা দেওয়া হয়। ২০ ডিসেম্বর পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ৫৩০০ অযোগ্যদের তথ্য ও তালিকা আদালতে দেওয়া হয়েছে। এর আগেও এসএসসির তরফে দাবি করা হয়েছিল, তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতে জমা দিয়েছিলেন।

দেখুন আরও অন্যান্য়:

RELATED ARTICLES

Most Popular