সন্দেশখালি: শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে উদ্ধার বিপুল পরিমান অস্ত্র। তল্লাশি শুক্রবার সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ার (Sandeshkhali Sarbariyar) আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁ এর বোনাই এর বাড়িতে তল্লাশি অভিযানে যান সিবিআইয়ের (CBI) আধিকারিকেরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল ছোখে পড়ার মতো। এই বাড়িতেই মজুত করে রাখা আছে প্রচুর বোমা। এমনটাই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিবিআই এসেছেন। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: ব্যালটে নয়, ভোট হবে ইভিএমেই, ভিভি প্যাট মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়ে সন্দেশখালিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয় বাড়িতে তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, মাটি খুঁড়ে চলে তল্লাশি করা হয়। বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা উদ্ধার হয়েছে। বাড়ির মেজে ঘুরে এক বস্তা, বেআইনি অস্ত্র বোমা পাওয়া গিয়েছে এগুলো সক্রিয় কি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে পাঁচশো কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। তদন্তকারীদের অনুমান, বাড়িতে প্রয়োজনীয় নথিপত্রও মিলতে পারে। সিবিআই আধিকারিকেরা এখনও বাড়ির ভিতরেই রয়েছেন বলে খবর। অন্যদিকে ২০২৪ এর লোকসভার দ্বিতীয় দফা নির্বাচনের দিনে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রবাহিনীর জওয়ানরা। পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি সাংবাদিকদের প্রবেশ নিষেধ।
সন্দেশখালি কান্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। ইতিমধ্যে আদালতের নির্দেশে ১০০ দিনের মাথায় সন্দেশখালির যে কোন ঘটনার তদন্ত সিবিআই তদন্তভার দেওয়া হয়। অর্থাৎ নারী নির্যাতন জমি দখল লুট একাধিক অভিযোগ সিবিআই নিজস্ব পোর্টালে করতে পারবেন। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা ইতিমধ্যে এই তদন্ত ভার পাওয়ার পরে পরপর চার দিন সিবিআই এর আধিকারিকরা সন্দেশখালি জুড়ে একাধিক জায়গায় অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করতে আসরে নেমেছেন। ৫ই জানুয়ারির পর এই প্রথম ১৪১ দিনের মাথায়। সাত সকালে সরবেড়িয়া আগারহাটি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য হাফিজুল খা আত্মীয় এই পঞ্চায়েতের মল্লিকপুরে আবু তাহের মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র বোমার হদিস পেল তদন্তকারীরা।
অন্য খবর দেখুন