পূর্ব বর্ধমান: কলকাতা টিভির সহযোগিতায় ভোট দিলেন একজন ভোটার। ভোট দিতে পেরে কলকাতা টিভিকে ধন্যবাদ জানান ভোটার। জামালপুরের (East Burdwan Jamalpur) ১৯৭ নং বুথে সকাল থেকেই প্রিসাইডিং অফিসারের (Presiding Officer) বিরুদ্ধে সরব হচ্ছিল তৃণমূল কংগ্রেস। শারীরিক ভাবে অক্ষম ও বয়স্কদের ভোট আত্মীয়দের বা অন্যকাউকে দিতে দিচ্ছেন না প্রিসাইডিং অফিসার। স্বপন মালিক নামে এক ভোটার ভোট দিতে গেলে তাঁর ভোট হয়ে গিয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার। তারপরেই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেই সেখানে পৌঁছায় কলকাতা টিভি। অভিযোগ পেয়েই আসেন সেক্টর অফিসার। তড়িঘড়ি সরানো হয় প্রিসাইডিং অফিসারকে। ভোট দিতে পারেন স্বপন বাবু। ভোট দিয়ে তিনি কলকাতা টিভিকে ধন্যবাদ জানান।
অন্য খবর দেখুন