কলকাতা: হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandya Roy Hospitalized)। জানা যাচ্ছে, সোমবার সকালেই অসুস্থতা বোধ করেন তিনি। তাঁর নাকি বুকে অস্বস্তি শুরু হয়েছিল। ফলে একটুও সময় নষ্ট না করে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে।
সংবাদমাধ্যমকে সন্ধ্যা রায়ের সহকারী জানিয়েছেন, সোমবার সকালে হঠাৎ করেই বুকের মধ্যে অস্বস্তি অনুভব করেন অভিনেত্রী। ফলে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপতত দিন কয়েক অভিনেত্রী হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: রহস্য নিয়ে হাজির অরণ্য, মুক্তি পেল ট্রেলার
উল্লেখ্য, সাদা কালো থেকে রঙিন, বাংলা সিনেমায় দীর্ঘ ২৫ ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায়। বছর তিনেক আগে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অন্যদিকে ২০২২ সালের জুলাই মাসে স্বামী তরুণ মজুমদারকে হারান অভিনেত্রী। দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও কাগজে কলমে আলাদা হননি তাঁরা। ১৯৬৭ সালে বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।
১৯৫৭ সালে অভিনয় জগতে পা রাখেন সন্ধ্যা রায়। ‘মায়া মৃগয়া’, ‘গঙ্গা’, ‘কঠিন মায়া’, ‘রক্তপলাশ’, ‘পলাতক’, ‘ভ্রান্তিবিলাস’, ‘বাঘিনী’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘নিমন্ত্রণ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। শুধু মাত্র টলিউড নয়, বলিউডেও তাঁর অভিনয়ের ছাপ রেখেছেন ‘জানে আনজানে’, ‘আসলি-নকলি’, ‘ফুল কে ফুল’-এর মতো ছবিতে।
দেখুন বিনোদনের আরও খবর