Friday, July 4, 2025
HomeScrollশপথ হবে রাজভবনেই, অনড় রাজ্যপাল
TMC MLAs Oath

শপথ হবে রাজভবনেই, অনড় রাজ্যপাল

বিকেলে নবনির্বাচিত দুই বিধায়ককে বিধানসভায় ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: উপনির্বাচনে (By-Election) জয়ী বরাহনগর (Baranagar Assembly) ও ভগবানগোলার (Bhagwangola Assembly) তৃণমূল বিধায়কদের শপথ নিয়ে শুরু জটিলতা। দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং রায়াত হোসেন (Rayat Hussain) জানিয়েছিলেন, তাঁরা বিধানসভায় স্পিকারের কাছে শপথ নেবেন। রাজভবনে যাবেন না। এদিকে শপথ নিয়ে রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনড়। রাজভবনের তরফে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাজভবনে এসেই শপথ নিতে হবে। মঙ্গলবারই বিকেলে নবনির্বাচিত দুই বিধায়ককে বিধানসভায় ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের

দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই রাজভবন এবং বিধানসভার মধ্যে টানাপড়েন চলছে। বিধানসভার স্পিকারের অভিযোগ, রাজভবনের গড়িমসিতে বিধায়কদের শপথে বিলম্ব হচ্ছে। সোমবার দুই বিধায়ক রাজ্যপালকে চিঠি লিখে আবেদন করেছিলেন, তাঁদের বিধানসভাতেই শপথ নিতে দেওয়া হোক। তাঁদের শপথ পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজভবনের তরফে সায়ন্তিকা ও রায়াতকে ইমেল পাঠিয়ে বলা হয়, বুধবার দুপুরে তাঁদের রাজভবনে এসে শপথ নিতে হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে শপথবাক্য পাঠ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও। যদিও চিঠিতে উল্লেখ নেই কে শপথবাক্য পাঠ করাবেন। লেখা ছি, মুখ্যমন্ত্রী সহ আর কে কে রাজভবনে শপথ নিয়েছেন। তাই সায়ন্তিকা-রেয়াতকে শপথ নিতে হবে রাজভবনে, স্পষ্ট করেছেন রাজ্যপাল বোস।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39