কলকাতা: শোলাঙ্কি রায় (Solanki Roy) ও সোহম মজুমদার (Soham Majumdar) বর্তমানে বেশ চর্চায় রয়েছেন। বিগত কয়েক মাস ধরেই শোলাঙ্কি রায় আর সোহম মজুমদারের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সম্পর্ক নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। বর্তমানে দুজনেই মুম্বইয়ের বাসিন্দা। তবে নিয়মিত কলকাতায় যাতাযাত করেন দুজনেই। এবার আগামী ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দি-র জন্য শহরে এসেছেন দুজনেই। শহরে আসা মাত্রই দেখা করলেন তাঁর গাঁটছড়ার সহ-অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে। শ্রীমা ভট্টাচার্য দুটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তাঁর সঙ্গে দেখতে পাওয়া গেল শোলাঙ্কি আর সোহমের।
দুজনেই একে-অপরের সঙ্গে চুটিয়ে ডেট করছেন তা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট বলা চলে। যদিও অভিনেত্রী একাধিকবার সোহমের সঙ্গে তার সম্পর্ককে শুধুমাত্র ‘বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। শোলাঙ্কি রায়, তাঁর নতুন ওয়েব সিরিজ নিয়ে সম্প্রতি মুম্বই থেকে কলকাতায় এসেছেন প্রচারে। শহরে এসেই নিজের প্রিয় মানুষের সঙ্গে ফ্রেমবন্দি করলেন নিজেকে। কলকাতায় এসেই দুজনেই দেখা করলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে। অভিনেত্রী সেই ছবি শেয়ার করেন। তাতে ৩ জনকেই সাদা পোশাকে দেখা গিয়েছে। শ্রীমা লিখেছেন, অবশেষে! কতদিন পর দেখা। সবসময় ভালোবাসা। তোমাকে খুব মিস করেছি দি। আর এই পোস্টের জবাবে শোলাঙ্কি লিখলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি।
View this post on Instagram
২০১৮ সালে স্কুলজীবনের বন্ধু শাক্য বোসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তারপর বরের সঙ্গে চলে গিয়েছিলেন লন্ডন। তারপর কয়েক বছর পরে ফিরে আসেন কলকাতায়। গত বছরই ডিভোর্স হয় অভিনেত্রীর। গাঁটছড়া সিরিয়াল ছাড়ার পরই শোলাঙ্কি কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। এরপরই মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, সোহমের সঙ্গেই নাকি লিভ-ইন করেছেন। যদিও এনিয়ে দুজনের কেউই মুখ খোলেনি। শোলাঙ্কির ব্যক্তিগত জীবন তাঁর কখনওই খোলা বই নয়।
দেখুন ভিডিও