Thursday, July 3, 2025
HomeScrollগণপিটুনিতে নিহতদের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা নবান্নের
Nabanna

গণপিটুনিতে নিহতদের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা নবান্নের

পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা

Follow Us :

কলকাতা: রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় উদ্বিগ্ন নবান্ন (Nabanna)। রাজ্যে বেশ কয়েকদিন ধরে কখনও বাচ্চা চুরির গুজব, কখনও লাভ জিহাদের নামে, কখনও শুধুমাত্র সন্দেহের বশে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। গত চারদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দিয়েছে রাজ্য সরকার। এবার স্বজনহারাদের জন্য চাকরি ও আর্থিক সাহায্যের ( WB Govt Financially Assist) কথা ঘোষণা করল রাজ্য সরকার। মৃতের পরিবারের এক সদস্যকে হোমগার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এবং এডিজি মনোজ ভার্মা এ কথা জানান। 

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী সাম্প্রতিক গণপিটুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন। থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জনসচেতনতার উপরও জোর দিয়েছেন। মানুষ যাতে কোনও গুজবে কান না দেয়, গুজব যাতে না ছড়ানো হয়, তার জন্য পুলিশকে সচেতনতার প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নদরদারি চালানোর কথাও বলা হয়েছে। 

আরও পড়ুন: পরকীয়ার জের, এলাকাবাসীর কটুক্তির মুখে পড়ে আত্মঘাতী গৃহবধূ

সম্প্রতি নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সতর্ক করেন। তাঁর তোপের মুখে পড়েন একাধিক পুলিশ অফিসার। নাম ধরে ধরে তিনি অফিসারদের ধমক দেন। তাঁর ধমকের থেকে বাদ যাননি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। 

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39