কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারত আর পাকিস্তান কি একই গ্রুপে? শোনা যাচ্ছে, আইসিসির (ICC) কাছে খসড়া সূচি পাঠিয়েছে আয়োজক দেশ পাকিস্তান (Pakistan)। সেই খসড়া অনুযায়ী দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ একই গ্রুপে বলে শোনা যাচ্ছে। আট দেশের এই টুর্নামেন্ট খেলা হবে আগামী বছর। আটটি দলকে চার চার করে দুটি গ্রুপে রাখা হয়েছে।
গ্রুপ এ-তে রয়েছে ভারত (India), পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) ফাঁস হয়ে যাওয়া প্রস্তাবিত সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে কাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।
আরও পড়ুন: সমর্থকদের ক্ষোভই ইংল্যান্ড কোচের জ্বালানি!
আগেই জানা গিয়েছিল, ভারতের সব ম্যাচ লাহোরে (Lahore) রেখেছে পিসিবি। কারণ ওয়াঘা সীমান্ত থেকে লাহোর খুবই কাছে, ভারতীয় সমর্থকদের যেতে সুবিধা হবে। তাছাড়া ভারতীয় দলকে আনা নেওয়ার খরচও বাঁচবে। লাহোর ছাড়া আর দুটি জায়গায় হবে টুর্নামেন্ট, করাচি এবং রাওয়ালপিন্ডি।
তবে এই সমস্ত কিছুই বিশ বাঁও জলে পড়বে যদি বিসিসিআই (BCCI) বেঁকে বসে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বহু বছর ধরে খেলতে যায় না ভারত। পাকিস্তান কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেলে ভারতের দাবির জোরে হাইব্রিড মডেল অবলম্বন করতে হয়। যেমন গত বছর এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করলেও ভারতের সব ম্যাচ খেলা হয়েছে শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফির বেলায় কী হয় সেটাই দেখার।
দেখুন অন্য খবর: