পুরুলিয়া: নদীর পাড়ে বালির উপর মিলেছিল রক্তের দাগ। তা দেখেই সন্দেহ হয়েছিল স্থানীয় এলাকার বাসিন্দাদের৷ তাঁরাই খবর দেন পুলিশে৷ শেষ পর্যন্ত রক্তের দাগ অনুসরণ করেই নদীর পাড় থেকে উদ্ধার হল বালি চাপা তরুণীর ক্ষতবিক্ষত দেহ৷ এদিন সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকায়৷
পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় তরুণীর বয়স উনিশ-কুড়ির আশেপাশে৷ নিহতের দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ খুনের আগে তরুণীর উপর কোনও শারীরিক নির্যাতন বা ধর্ষণ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
আরও পড়ুন: বিজয়া দশমীতে আলিপুরদুয়ারে বুনো হাতির দাপট
বরাবাজারে ফতেহপুর এলাকার স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বুধবার সকালে নদীর পাড়ে বালির উপর রক্তের দাগ দেখে সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাবাজার থানার পুলিশ৷। তদন্ত শুরু করতেই উদ্ধার হয় তরুণীর দেহ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্যত্র খুন করে দেহ কুমারী নদীর ধারে এসে বালি চাপা দিয়ে রেখে যাওয়া হয়েছে। রহস্যের কিনারা করতে তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
আরও খবর দেখুন: