কলকাতা: সোমবার কলকাতা এসেছিলেন বিদ্যা বালান (Vidya Balan) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তাঁদের আসন্ন ছবি ভুল ভুলাইয়া 3’এর প্রচারে। শহরের এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবির প্রচার করেন বিদ্যাও কার্তিক। ভুল ভুলাইয়া ৩ (Bhul Bhulaiyaa 3) ছবির প্রচারে গিয়ে দারুণ ভাবে মজা করছেন বিদ্যা বালান এবং কার্তিক আরিয়ান। দু’জনের পরনেই কালো পোশাক। এর মধ্যে কার্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন বিদ্যার সঙ্গে। হাওড়ার ব্রিজে অ্যাকশন দৃশ্যের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, বিদ্যা কার্তিকের ঘাড় আঁকড়ে ধরেছেন। কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সির উপর দাঁড়িয়ে অ্যাকশন দৃশ্যে শ্যুট করছেন। গোটা দৃশ্য শ্যুট হয়েছে হাওড়া ব্রিজে। কার্তিক ছবির ক্যাপশনে লিখেছেন, “রুহ বাবা বনাম মঞ্জুলিকা – আমি ভয় পাচ্ছি না।
আরও পড়ুন: কাকে চুমু খেতে চান জোজো
নিজেকে কলকাতার মেয়েই মনে করেন বিদ্যা। তাঁর মতে কলকাতা হল তাঁর ‘দ্বিতীয় হোম’। ভুল ভুলাইয়া 3′ এই ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে কলকাতায়। প্রচারে এসে তাঁদের ভরপুর খুনসুটি করতে দেখা যাচ্ছে। বাদ দিচ্ছেন না একে অন্যকে নিয়ে জোকস বলতে। প্রচারে এসে ট্যাক্সির মাথায় উঠে রীতিমত কার্তিক আরিয়ানের গলা টিপে ধরেন বিদ্যা বালান। যদিও পুরোটাই নিছক মজা করেন। আগামী ১ নভেম্বর মুক্তি পাবে ভুল ভুলাইয়া ৩। ছবিতে রুহ বাবা চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান। আসল মঞ্জুলিকা হিসেবে ফিরবেন বিদ্যা। এছাড়া থাকবেন মাধুরী দীক্ষিত, কাঞ্চন মল্লিক, তৃপ্তি দিমরি, প্রমুখ।
View this post on Instagram
অন্য খবর দেখুন