Friday, July 4, 2025
HomeScrollহেমন্তের আবেদনে সাড়া দিয়ে শপথ অনুষ্ঠানে রাঁচি যাবেন মুখ্যমন্ত্রী
Hemanta Soren Mamata Banerjee

হেমন্তের আবেদনে সাড়া দিয়ে শপথ অনুষ্ঠানে রাঁচি যাবেন মুখ্যমন্ত্রী

২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মসনদে বসবেন হেমন্ত সোরেন

Follow Us :

রাঁচি:ঝাড়খণ্ডের (Jharkhand ) মুখ্যমন্ত্রীর পদে বসবেন হেমন্ত সোরেন (Hemanta Soren)। আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার তাঁর এই শপথ নেওয়ার কথা। সেই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার ঝটিকা সফরে রাঁচি (Rachi) যাবেন মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেন হেমন্ত সরেন। হেমন্তের আবেদনে সাড়া দিয়ে রাঁচি আসছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে দুপুর সাড়ে তিনটে রাঁচিতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত শোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ওইদিনই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কলকাতায় ফিরে আসবেন।

উল্লেখ্য, টানা দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার ইনিংস গড়তে চলেছেন হেমন্ত সোরেন। এর আগে ঝাড়খণ্ডের কোনও মুখ্যমন্ত্রীই ভোটে জিতে পর পর দুবার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। রবিবার নিয়ম অনুযায়ী হেমন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। পাশাপাশি নিজের ইস্তফাপত্রও রাজ্যপালের হাতে তুলে দেন তিনি।

বুথফেরত সমীক্ষা, দুর্নীতির অভিযোগ জেল কুঠুরিতে বন্দিদশা সব কিছুকে এক লহমায় উড়িয়ে দিয়ে হেমন্ত দেখিয়ে দিলেন এই ভাবেও ফিরে আসা যায়। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল (লিবারেশন)-এর জোট পেয়েছে ৫৬টি আসন। আর বিজেপি, আজসু, জেডিইউ আর এলজেপি(আর)-এর জোট জয়ী হয়েছে ২৪টি আসনে।

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39