Friday, August 22, 2025
Homeবিনোদননেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে শরীর, গোলাপ দিয়ে ঢাকা বুক-নিতম্ব সাহসী তনিশার!

নেটের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে শরীর, গোলাপ দিয়ে ঢাকা বুক-নিতম্ব সাহসী তনিশার!

ওয়েব ডেস্ক: বেশ কয়েক বছর আগে তিনি একটি বাংলা ছবিতে অভিনয়ের জন্য কলকাতায় এসেছিলেন। তিনি হলেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী তনুজার(Tanuja) ছোট মেয়ে তানিশা মুখোপাধ্যায়(Tanishaa Mukherjee)। তানিশার দিদি কাজলের বলিউড সাফল্য সকলেরই জানা। হাতেগোনা কয়েকটি ছবিতে কাজ করলেও তনিশা তেমন ব্রেক পাননি। যোগ দিয়েছিলেন ‘বিগবসে’ও(Big Boss)। ৪২ বছর বয়স তনিশার। কিন্তু এখনও তিনি বিয়ে করেননি। এর আগে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়া ছবি পোস্ট করেছিলেন কাজলের বোন তনিশা। বিকিনি পরিহিতা তনিশাকে সমুদ্র সৈকতে খোলা মনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:ফিল্মি কায়দায় বোমার আঘাতে উড়িয়ে দেওয়া হবে সলমনের গাড়ি!

যেগুলি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে।তাঁর গ্ল্যামার ও সাহসী মানসিকতার জন্য তনিশা হামেশাই অনুরাগীদের আলোচনার কেন্দ্রে থাকেন। কিন্তু কেরিয়ার গ্রাফ দেখলে দেখা যাবে, সেখানে তাঁর পারফর্ম্যান্স বিশেষ কিছু নয়।


এবার তিনি এক  ফ্যাশন শোতে যোগ দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন। কালো ফিনফিনে নেটের পোশাক। বক্ষদেশ আর নিতম্ব সাদা ফুলে ঢাকা। এমনই লাস্যময়ী পোশাকে তানিশা ফ্যাশন পারাডে পাপারাৎজ্জিদের সামনে ধরা দিলেন। তারই সাজ দেখে নেটিজেনরা হতবাক। প্রশংসার পাশাপাশি কটু কথাও জুটেছে। ‘সস্তার মেটগালা’ বলে ট্রোল হয়েছেন তানিশা। অনেকে আবার ওরফির সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘উর্ফির জন্মদিনের পার্টি ছিল নাকি!’
একই ইভেন্টে বিভিন্ন থিম অনুযায়ী পোশাক পড়ে উপস্থিত ছিলেন সুস্মিতা সেন, ভামিকা গাব্যি,সানি লিওনি, রসিকা দুগ্গল,হুমা কুরেশি, বাবলি খানসহ আরো অনেকে।

Read More

Latest News