Home Scroll স্ত্রীকে সঙ্গে নিয়ে পুষ্পার গানের তালে নাচলেন কেজরিওয়াল, ভাইরাল ভিডিও

স্ত্রীকে সঙ্গে নিয়ে পুষ্পার গানের তালে নাচলেন কেজরিওয়াল, ভাইরাল ভিডিও

0

ওয়েবডেস্ক: রাজনীতির (Politics) ময়দান ছেড়ে এক অন্য রূপে দেখা হল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Former Delhi Chief Minister Arvind Kejriwal) । মেয়ের বাগদান অনুষ্ঠানে, স্ত্রীকে সঙ্গে নিয়ে পুষ্পার গানের তালে নাচলেন কেজরিওয়াল। এক খুশি মুডে দেখা গেল অরবিন্দ কেজরিওয়াল ও তার স্ত্রী সুনীতাকে (Sunita Kejriwal)।

কেজরির কন্যা হৃষিতার (Harshita Kejriwal) সঙ্গে তার কলেজের বন্ধু সম্ভব জৈনের সঙ্গে ঘরোয়াভাবেই বাগদান পর্ব অনুষ্ঠিত হয়।  কেজরির সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

দিল্লিতে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হর্ষিতা কেজরিওয়ালের বাগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্প ২: দ্য রুল’-এর ‘আঙ্গারো কা আম্বার সা’ গানের তালে নাচতে দেখা গেছে।

আরও পড়ুন: বিদেশ থেকে আসছে চিতা, ঘুরবে ভারতের জঙ্গলে জঙ্গলে!

এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে ধরা পড়েছে সেই নাচের দৃশ্য। যেখানে তারা অভিনেতা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার বিখ্যাত গানের তালে নাচছেন কেজরিওয়াল ও সুনীতা। দিল্লির অভিজাত শাংরি-লা এরোস হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab Chief Minister Bhagwant Mann)। সেখানে মানকে ভাঙড়া নাচতে দেখা গেছে।

জানা গেছে, হর্ষিতা কেজরিওয়াল তার কলেজের বন্ধু সম্ভব জৈনের সঙ্গে ১৮ এপ্রিল দিল্লির কাপুরথালা হাউসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

হর্ষিতা কেজরিওয়ালের জ্যেষ্ঠ সন্তান। ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর গুরুগ্রামের বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার ছোট ভাই পুলকিত বর্তমানে আইআইটি দিল্লিতে পড়াশোনা করছেন।

পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এই বাগদান রাজনৈতিক মহলে নজর এড়িয়ে যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, “দিল্লির জনগণের সামনে সত্য বেরিয়ে আসাটা ভালো। দিল্লি যে বুঝতে শুরু করেছে, এটা একটা ইতিবাচক লক্ষণ।”

 

দেখুন অন্য খবর-